করমণ্ডল এক্সপ্রেস : চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক, বাংলাদেশি যাত্রী থাকার আশঙ্কা

আগের সংবাদ

দেয়াল

পরের সংবাদ

বেনাপোল পৌর নির্বাচন : মেয়র প্রার্থী হতে চান আ.লীগের ছয় নেতা

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি : বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৬ নেতা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ছোট আঁচড়া মোড়ে বেনাপোল পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত সভায় এই ইচ্ছা প্রকাশ করেন তারা। এ সভার আয়োজন করে শার্শা উপজেলা আওয়ামী লীগ।
পৌর মেয়র পদপ্রত্যাশী আওয়ামী লীগের ওই ৬ নেতা হলেন- বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন; শার্শা উপজেলা পরিষদ এবং বেনাপোল পৌর আওয়ামী লীগের সদস্য, বেনাপোল পৌরসভার সদ্য সাবেক সংরক্ষিত সদস্য কামরুন নাহার আন্না; শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ; বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবার আলী; যুবলীগ নেতা ফারুক হোসেন উজ্জ্বল। এছাড়া, বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে শতাধিক কাউন্সিলর প্রার্থী তাদের নাম প্রকাশ করেন। শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা প্রমুখ।
জানা গেছে, আগামী ১৭ জুলাই যশোরের বেনাপোলসহ দেশের আট পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। গত ৩১ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ২০০৬ সালে বেনাপোল ইউনিয়নের ১১টি গ্রামের অংশ নিয়ে বেনাপোল পৌরসভা গঠন করা হয়। ২০১১ সালের ১৩ জানুয়ারি সেখানে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। ২০১৫ সালের ১৩ জানুয়ারি ওই পরিষদের মেয়াদ শেষ হলেও আর নির্বাচন হয়নি। প্রথম শ্রেণির এ পৌরসভায় এলাকা নিয়ে মামলার কারণে নির্বাচন আটকে যায়। ২০২২ সালের ২৭ এপ্রিল স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়