ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আগের সংবাদ

বাজেট বাস্তবায়ন করা সম্ভব : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

পরের সংবাদ

ভুয়া ঋণগ্রহীতা সনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ভুয়া এবং বেনামী ঋণগ্রহীতা সনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত হবে। এজন্য এআই ভিত্তিক ক্রেডিট রেটিং সিস্টেম তৈরি করবে সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ক্রেডিট রেটিং সিস্টেম তৈরি করছি।

এর মাধ্যমে ভুয়া ও বেনামী ঋণগ্রহীতা সনাক্ত করা অনেক সহজ হবে। একইসঙ্গে প্রকৃত ঋণগ্রহীতাদের জন্য ঋণ পাওয়াও যথেষ্ট সহজ হবে।’ বাজেট বক্তৃতা অনুসারে, বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি আর্থিক অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে প্রসারিত ও ত্বরান্বিত করার বিষয়ে কাজ করছে; এর রূপরেখা তৈরির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে একটি ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়