ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আগের সংবাদ

বাজেট বাস্তবায়ন করা সম্ভব : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

পরের সংবাদ

প্রত্যাশা পূরণের বাজেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিআইয়ের পরিচালক তাহমিদ আহমদ ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটকে একটি জনবান্ধব স্মার্ট বাজেট হিসেবে অভিহিত করেছেন। ভোরের কাগজকে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী এ রকম অর্থনৈতিক সংকট আমরা কখনো দেখিনি। এরপরও প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমাদের জনগণের প্রত্যাশা পূরণের একটি বাজেট উপহার দিয়েছেন।
তিনি বলেন, বাজেটে সিলেটবাসী সবসময় অবহেলিত থাকে। এবার যাতে সেটি নয় এজন্য সিলেটের মানুষের কল্যাণে পররাষ্ট্রমন্ত্রীর গৃহিত প্রকল্পগুলো এ বাজেট থেকে যাতে সম্পন্ন হয় সেদিকে তিনি আলোকপাত করেছেন। বিশেষ করে সিলেট-ঢাকা ৬ লেন কাজের দ্রুতগতি, সিলেট-ঢাকা রেললাইন সংস্কার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য আমদানির ব্যবস্থা করা এবং বিসিক শিল্পনগরীর উন্নয়নের জন্য বাজেট থেকে বরাদ্দ প্রত্যাশা করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়