ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আগের সংবাদ

বাজেট বাস্তবায়ন করা সম্ভব : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

পরের সংবাদ

ঝিনাইদহ : ইজিবাইক চালক হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরে ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন হত্যাকাণ্ডের মূল হোতা জসিম মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
জসিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত শরিফুল হকের মিয়ার ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ১৫ মে রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে ইজিবাইক ছিনতাইকারীরা শাখাওয়াত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী জসিমের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। ছিনতাইয়ে বাধা দেয়ায় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। এতে ৩ থেকে ৫ জন জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এর সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়