গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

জুনিয়র এশিয়া কাপ হকি : স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ-জাপান মুখোমুখি আজ

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মেন’স জুনিয়র অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি ২০২৩-এর ৫ম ও ৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আজ জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। এর আগে গত মঙ্গলবার পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে জাপানকে প্রতিপক্ষ হিসেবে পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
স্বাগতিক ওমানের বিপক্ষে ২-০ গোলে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরে যায় তারা। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর পুল পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নের সমাপ্তি ঘটে যুবাদের। সেমিফাইনালের স্বপ্ন শেষ হলেও পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দেয় যুবারা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে তারা। ম্যাচের প্রথম কোয়ার্টারে তাসিন আলি ও আমিরুল ইসলাম গোল করে ২-০ লিড এনে দেন। দ্বিতীয় কোয়ার্টারে থাই যুবারা একটি গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। তবে ১৮ মিনিটে হাসানের ফিল্ড গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দল। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে জাহিদ হোসেন পেনাল্টি কর্নার থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন। এর আগে জাপান ৮-০ ব্যবধানে ওমানকে উড়িয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের টিকেট নেয়। আজ বাংলাদেশ-জাপান ছাড়াও ৭ম ও ৮ম স্থান নির্ধারণী ম্যচে মাঠে নামবে ওমান-থাইল্যান্ড। এশিয়ান হকি ফেডারেশনের আয়োজনে ২৩ মে পর্দা উঠেছিল জুনিয়র এশিয়া কাপের ১০ম আসরের। যেখানে অংশ নিয়েছিল ১০টি দল। প্রিলিমিনারি রাউন্ডে তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও ভারতসহ আরো অংশ নিয়েছিল উজবেকিস্তান ও চাইনিজ তাইপে। ১ জুন ফাইনালের মাধ্যমে শেষ হবে এশিয়ার অনূূর্ধ্ব-২১ হকি খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়