স্থানীয় রাজনীতিতে জড়িত না হওয়ায় স্কুলছাত্র সিয়াম খুন : পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : কে হচ্ছেন গাজীপুরের নগরপিতা, ৪৮০ ভোটকেন্দ্রের ৩৫১টিই ঝুঁকিপূর্ণ, লড়াই হবে হাড্ডাহাড্ডি

পরের সংবাদ

আগামী মৌসুমও রিয়ালে থাকছেন আনচেলত্তি

প্রকাশিত: মে ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর ভবিষ্যৎ নিয়ে আবারো শঙ্কা দেখা দেয় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। এর আগে গুঞ্জন উঠেছিল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলে যোগ দিতে পারেন তিনি। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগআউটেই থাকছেন কার্লো আনচেলত্তি। লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘সবাই খুব ভালোভাবে আমার পরিস্থিতি বুঝতে পারছে। ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত আমার চুক্তি আছে এবং আমি এখানেই থাকতে চাই।’
কোপা দেল রের শিরোপা জয়ের পর রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্নই তিনি শুনতে চান না। তার কোচিংয়ে ২০১৪ সালে কোপা দেল রে জয়ের পাশাপাশি বহুল কাক্সিক্ষত চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জিতেছিল তারা। তবে পরের মৌসুমেই ব্যর্থতার জেরে আনচেলত্তিকে সরিয়ে দিয়েছিল ক্লাবটি। এই দফায় প্রথম মৌসুমেই রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতান তিনি। তবে চলতি মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী হয়নি তার দলের। আনচেলত্তি আরো বলেন, ‘মৌসুমটা আরো ভালো হতে পারত, তবে এটা ভালোই হয়েছে। অবশ্যই আমরা লা লিগা নিয়ে সন্তুষ্ট নই, তবে আমরা অন্যান্য প্রতিযোগিতায় শেষ পর্যন্ত লড়াই করেছি এবং তিনটি শিরোপা- উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও কোপা দেল রে জিতেছি।’
পরের মৌসুমেও রিয়ালের কোচ থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘পেরেজ ও আমার মধ্যে কথা হয়েছে। তিনি আমার প্রতি সমর্থন জানিয়েছেন। আমরা সিটির বিপক্ষে বুধবার হয়ে যাওয়া ম্যাচটা নিয়ে কথা বলেছি, পরের মৌসুম নিয়েও কথা বলেছি। গত দুই মৌসুম নিয়ে কথা বলেছি।
আমরা আরো ভালো করার একই রকম তাড়না নিয়ে এগিয়ে যাব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়