নন্দীগ্রামে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আগের সংবাদ

রাজস্ব আদায়ে তিন বাধা : ভঙ্গুর অর্থনীতি, কর আদায়ে বৈষম্য, কর অব্যাহতি

পরের সংবাদ

হঠাৎ যুক্তরাষ্ট্রের পথে নাসির

প্রকাশিত: মে ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দারুণ ছন্দে ছিলেন টাইগার শিবিরের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। তাছাড়া চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। বিপিএলপরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের দুটি পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হলেও সেখানে খেলার সুযোগ পাননি এই ক্রিকেটার। খারাপ ফর্মে থাকার কারণে ২০১৮ সালের পর জাতীয় দলে আর জায়গা পাননি নাসির। তবে বর্তমান সময়ে ভালো ছন্দে থাকলেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না তিনি। তাই নিজেকে তিনি অবহেলিত মনে করছেন। এ কারণে নাসির হোসেন দেশান্তরী হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বলে জানা যায়। সেখানে গিয়ে তিনি মাইনর ক্রিকেট খেলবেন, খেলতে পারেন যুক্তরাষ্ট্রের হয়েও। তবে দেশের হয়ে খেলার আশা এখনো বাদ দেননি এই অলরাউন্ডার।
চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএলের নবম আসরে নাসির দারুণ ফর্মে ছিলেন। ১২ ম্যাচে ব্যাট হাতে তিনি ৩৬৬ রান করেছিলেন। শুধু ব্যাট হাতেই তিনি দলের জন্য অবদান রাখেননি। বল হাতেও তিনি ধারাবাহিকভাবে প্রতিপক্ষের উইকেট পতন করেছেন। আসরজুড়ে তিনি ১৬টি উইকেট তুলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন। তবুও গত কয়েকটি সিরিজে জাতীয় দলের আশপাশেও ডাক মেলেনি তার। এসব বিষয় নিয়ে নাসির গত শনিবার এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কী হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তা হলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’
দলে ডাক না পাওয়ার কারণ নাসিরের কাছে অজানা উল্লেখ করে তিনি যোগ করেন, ‘কেন আমাকে দলে নেয়া হয়নি, তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন এলো, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব- বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি।
কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়