নন্দীগ্রামে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আগের সংবাদ

রাজস্ব আদায়ে তিন বাধা : ভঙ্গুর অর্থনীতি, কর আদায়ে বৈষম্য, কর অব্যাহতি

পরের সংবাদ

অনুশীলনে ব্যস্ত মামুনুর রশীদের শিষ্যরা

প্রকাশিত: মে ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ওমানে আয়োজিত জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্প করতে ভারত গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। সেখানে গিয়ে বেশ ফুরফুরে মেজোজে আছেন কোচ মামুনুর রশিদের শিষ্যরা। গত বৃহস্পতিবার রাত ১টায় ঢাকা থেকে বেনাপোল, কলকাতা, দিল্লি হয়ে শনিবার বেলা ১টায় হারিয়ানা পৌঁছেছে লাল সবুজের প্রতিনিধিরা। যাই হোকে দীর্ঘ সময় বাস ও ট্রেন ভ্রমণের ক্লান্তি নিয়েই ২৯ এপ্রিল বিকালে হালকা বিশ্রাম শেষে অনুশীলন করেছেন তারা। এছাড়া ওমানে জুনিয়র এশিয়া কাপে সেরা চার দলের মধ্যে থাকতে পারলে জুনিয়র বিশ্বকাপের খেলার সুযোগ মিলবে। দারুণ এই সুযোগ সামনে রেখেই দলকে প্রস্তুতির জন্য ভারত পাঠিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
এদিকে হারিয়ানা থেকে দলের প্রধান কোচ মামুনুর রশীদ বলেন, আমরা বেলা একটা দিকে এখানে এসে পৌঁছেছি। তবে বেশি সময় বিশ্রাম না নিয়ে বিকেলে আমরা হালকা অনুশীলন করেছি নারওয়ানার ভগৎ সিং হকি ক্লাব গ্রাউন্ডে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়