১০৪ কোটি টাকা আত্মসাৎ : হোমল্যান্ড লাইফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আগের সংবাদ

মনোনয়নে আ.লীগের গুরুত্ব তৃণমূল : চ্যালেঞ্জে শতাধিক এমপি, চাপের মুখে সাংগঠনিক সম্পাদকরা, জেলার পর উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক

পরের সংবাদ

বাংলাওয়াশের ভয়ে কাঁপছে আইরিশরা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ দুপুর ২টায় আইরিশদের বাংলাওয়াশ (হোয়াইটওয়াশ) করার মিশন নিয়ে খেলতে নামবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। বৃষ্টিবিঘিœত দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় ছিনিয়ে মাঠ ছাড়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দুই ম্যাচে জয়লাভ করে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করার হাতছানি টাইগারদের সামনে। আজ তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে টানা দুই টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে সাকিববাহিনী।
চলতি বছরের শুরুর দিকেই মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই আসরে নিজেদের পরিপূর্ণভাবেই ঝালাই করে নিয়েছেন টাইগার শিবিরের সদস্যরা। এর প্রতিফলন দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে। বছরের প্রথম ওয়ানডে সিরিজের দুই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি তারা। সিরিজটির শেষ ম্যাচে দাপুটে জয় নিয়ে বাংলাদেশ ধবলধোলাই এড়ায়। এরপর থেকেই দেখা যায় টাইগারদের ভয়ংকর রূপ। টি-টোয়েন্টি সিরিজে তারা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দাপটের সঙ্গে পরাজিত করেই হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাদের একই রূপ দেখা যায়। নিজেদের ছন্দ ধরে রেখে টাইগার ব্যাটার-বোলাররা বাংলাদেশ দলকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। আসন্ন বিশ্বকাপে এমন ফর্ম ধরে রাখতে পারলে ভালো কিছুই অপেক্ষা করছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।আজ দুপুরের ম্যাচ দিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ঢাকার পথে পাড়ি জমাবেন দুই দলের খেলোয়াড়রা। আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে আইরিশদের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচ।
পাঁচ দিনের এই ম্যাচটি হবে হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়