ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট উদ্বোধন

আগের সংবাদ

ভোরের কাগজ, এনজিও ফোরাম ও বাউইনের সেমিনারে বক্তারা : এসডিজি ৬ অর্জনে কার্যক্রম বেগবান করার তাগিদ

পরের সংবাদ

নাটোরে বারুণী গঙ্গাস্নান অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোরে হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে বারুণী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সদর উপজেলার গদাই নদীর বাকসোর ঘাটে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। প্রতি বছর দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।
ভক্তরা জানান, দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে ¯œান করতে আসেন। পাপ মুক্ত হয়ে পূণ্যলাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী বাকসোর ঘাটে ভিড় জমাতে থাকে। পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যান সংসার জীবনে।
এছাড়াও রাতে আয়োজন করা হয় কালীপূজার। এ উপলক্ষে বাকসোর ঘাট এলাকাজুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। দূর-দূরান্ত থেকে এসে জড়ো হন সাধু সন্ন্যাসিরা।
আয়োজকরা জানান, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তারা এই আয়োজন করেন। অনেক দূর-দূরান্ত থেকে ভক্তরা পূণ্য লাভের আশায় এখানে ¯œান করতে আসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়