আশালতা : নজরুলের উত্থান-পতনময় জীবনের এক অবিচ্ছেদ্য নাম

আগের সংবাদ

বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা চট্টগ্রাম নগরবাসীর : চসিক-চউক ব্যস্ত দোষারোপে

পরের সংবাদ

রুবেল-দিয়ার নজর স্বর্ণে

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে তীর-ধনুক হাতে দাপট দেখাল বাংলাদেশের তারকা হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। এমনকি গতকাল দেশসেরা এই জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। রুবেল-দিয়ার সুবাদে বাংলাদেশ এই টুর্নামেন্টে একটি রুপার পদক অর্জন করল। এছাড়া আগামীকাল এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে কাজাখস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর রুবেল-দিয়ার নজর থাকবে স্বর্ণে।
এদিকে এশিয়া কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে তিন সেটের খেলায় প্রথমটিতে ৩৭-৩৫ পয়েন্টে লাল-সবুজের প্রতিনিধিরা অস্ট্রেলিয়াকে কুপোকাত করে। তবে পরের সেটটি ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। যাইহোক শেষ সেটে বেশ দাপট দেখায় বাংলাদেশ। যার সুবাদে তারা ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। এর আগে লাল-সবুজের প্রতিনিধিরা কোয়ার্টার ফাইনালে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে মালয়েশিয়াকে।
অন্যদিকে দলগত ইভেন্টে ভালো করলেও ব্যক্তিগত ইভেন্টে ভালো করতে পারেননি বাংলাদেশের আচাররা। রিকার্ভের পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্স স্মিথের বিপক্ষে ২-৬ সেট পয়েন্টে হেরেছেন সাগর ইসলাম। রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে ৬-২ সেট পয়েন্টে জয় পেয়েছেন ম্যাকাওয়ের তাম চি চংয়ের বিপক্ষে। তবে দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার জাই ক্রাউলির কাছে ৪-৬ সেট পয়েন্টে হেরে বিদায় নেন লাল-সবুজের এই প্রতিনিধি। পুরুষদের কম্পাউন্ড একক ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে হারিয়ে দেন কাজাখস্তানের মীর্জামেতভ বুনউদকে। প্রথমে ১৪৬-১৪৬ পয়েন্টে ম্যাচটি ড্র হয়। এরপর টাইব্রেকারে আশিকুজ্জামান ১০-৯ পয়েন্টে হারান বুনউদকে। প্রি-কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ফিলিপাইনের ডে লা ক্রজ পল মার্টন।
এছাড়া এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে ৭ টিতে। সেগুলো হচ্ছে- রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত।
বাংলাদেশ দল : মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)। মো. আয়নাল হক স্বপন : টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক : প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান : প্রশিক্ষক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়