শাহজালাল বিমানবন্দর : মশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনজনের মতামত চান হাইকোর্ট

আগের সংবাদ

ফের ‘ভেরিফিকেশন’ নাটক! : মিয়ানমার থেকে আসা ১৭ সদস্যের প্রতিনিধিদল টেকনাফে

পরের সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশরা টাইগারদের হাতে বাংলাওয়াশ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাওয়াশ (হোয়াইটওয়াশ) করেছে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল ইংলিশদের ১৬ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে অভিষিক্ত হন বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি তানভীর ইসলাম। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ভবিষ্যতে এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়া টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মনে করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর জয়ের ফলে সাকিবদের বোনাস দেয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
হোম অব ক্রিকেট মিরপুরে গতকাল টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে হারিয়ে ১৫৮ রান তোলে টাইগাররা। ম্যাচে ৫৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন লিটন কুমার দাস। লিটনের ব্যাটিংয়ের সময় বিসিবি সভাপতিকে ফোন করে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে পাপন সেই বিষয়টি উল্লেখ করে বলেন, ‘একবার না, একাধিকবার প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন। যখন লিটন দাস মেরে খেলছিল তখন উনি বলছেন এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি! আমি বললাম, কোনো সমস্যা নেই, আর কয়েকটা ওভার বাকি আছে। এখন মারতেই হবে।’
‘এই রকম খেলার মাঝখানেও ফোন করছিল। প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন এবং খেলা শেষ হওয়ার পর আমাকে ফোন করেছিলেন। আমি বারান্দায় ছিলাম, আওয়াজে শুনিনি। ভেতরে ঢুকে দেখলাম তার মিসকল, তো আমি আবার কল করেছি। তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন, প্রতিদিনই জানান। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি। সেটাই বলছিলেন যে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, চিন্তাই করিনি। আমরাও করিনি।’ আরো যোগ করেন পাপন।
১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ৬ উইকেটে ১৪২ রান তুলেই থেমে যায় সফরকারীরা। টাইগারদের হয়ে ২টি উইকেট নেন তাসকিন। একটি করে উইকেটের দেখা পান সাকিব, মোস্তাফিজ ও তানভীর। ১৬ রানের জয় পায় টাইগাররা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘এই টি-টোয়েন্টি সিরিজে আমরা বেশ ভালো করেছি। ফিল্ডিং ভালো ছিল, বোলাররাও দারুণ করেছে। ব্যাটারদের অবদানও ছিল উল্লেখ করা মতো। উইকেট খুব সহজ ছিল না। এর মধ্যেও পারফরম্যান্স ভালো হয়েছে। কৃতিত্ব দেব

লিটন ও রনিকে। দলীয় সংগ্রহ নিয়ে আমি সন্তুষ্ট। কেবল পরিকল্পনা ভালোভাবে কাজে লাগানো জরুরি ছিল। সেট হয়ে যাওয়া দুই ব্যাটারকে পরপর দুই বলে আউট করাই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। এরপর থেকেই আমরা ছন্দে চলে আসি। আয়ারল্যান্ড সিরিজ হবে আমাদের আরো একটি চ্যালেঞ্জ। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা সেখানেও বজায় রাখতে হবে।’
সিরিজ জেতার আগে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করবেন এমনটা ভাবেননি সাকিব। তিনি আরো বলেন, ‘সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি হোয়াইটওয়াশ করব। আমাদের ম্যাচ জিততে হবে এমনটাই চেয়েছিলাম আমরা। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখতে। বোলিং এবং ফিল্ডিংটা তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ হয়েছে। এখানে যারা খেলছে বিশেষত টি-টোয়েন্টি সিরিজে তারা সবাই বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করেছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস সিরিজ জয়ে অগ্রণী ভূমিকা রেখেছে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে।’
তিন ফরম্যাটে প্রতিপক্ষকে সব মিলিয়ে ২৩ বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যেখানে টেস্টে ৩ বার, ওয়ানডেতে ১৬ বার এবং টি-টোয়েন্টিতে ৪ বার হোয়াইটওয়াশ হয়েছে প্রতিপক্ষরা।
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করায় বোনাস পাবেন সাকিবরা। বিসিবি সভাপতি পাপন আরো বলেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই সাকিবরা বোনাস পাবে। বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, শিগরিগই তা জানা যাবে।’
টাইগারদের বিপক্ষে সিরিজ হেরে হতাশার কথা জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সিরিজ হার সত্যিই হতাশাজনক। বাংলাদেশকে অভিনন্দন। তারা আমাদের পুরোপুরি ছাড়িয়ে গেছে। আমরা মাঠে কিছু সুযোগ মিস করেছি যা হতাশাজনক। উইকেট আরো ভালো হয়েছে এবং আমি ভেবেছিলাম যে আমরা তাদের অল্পতে সীমাবদ্ধ রেখেছি। আমরা আশা করেছিলাম যে আমরা এটিকে তাড়া করতে পারব কিন্তু তা ঘটেনি। দ্রুত দুই উইকেট হারানো ছিল গুরুত্বপূর্ণ। ডাইভ না দেয়া এবং সেই দৌড় সম্পূর্ণ করতে না পেরে আমি নিজেই খুব হতাশ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়