পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

আগের সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিদেশিদের বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

পুনর্নিরীক্ষা : এইচএসসিতে তিন হাজার ফল পরিবর্তন

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ২০২২ সালের এএইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রায় তিন হাজার পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৩১৫ জন শিক্ষার্থী। ফেল থেকে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন একজন এবং ফেল থেকে নতুন করে পাস করেছেন ৩৯৯ জন। বিভিন্ন গ্রেডে ২ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। গতকাল শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি বোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
প্রতি বছরের মতো এবারো এত সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তনের পেছনে পরীক্ষকদের গাফিলতি রয়েছে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, পুনর্নিরীক্ষণে নতুন করে কোনো উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। শুধু উত্তরপত্রের শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগগুলো দেখা হয়। এতেই এত সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন। এটা শুধু পরীক্ষকদের গাফিলতির কারণে হয়েছে। এর আগে ২০১৯ সালে টানা তিন বছর ধারাবাহিক গাফিলতির কারণে ১ হাজার ২৬ পরীক্ষককে শাস্তির আওতায় আনে শিক্ষা বোর্ড। বোর্ডের আইনানুযায়ী অভিযুক্তদের বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। অভিযুক্ত বেশির ভাগ পরীক্ষককে কালো তালিকাভুক্ত, কাউকে সারাজীবনের জন্য কোনো বোর্ডের পরীক্ষক হতে না পারার মতো শাস্তি দেয়া হয়। তবে যেসব পরীক্ষক খাতা মূল্যায়নে কেলেঙ্কারি বা অপরাধে যুক্ত হন তাদের বেতন-ভাতা বন্ধ এবং চাকরিচ্যুত করার নজির আছে।
সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফলাফল : ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৯১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১৩৪ জন। আর ফেল থেকে পাস করেছে ১৪৫ জন পরীক্ষার্থী। ফলাফলে সন্তুষ্ট না হয়ে ঢাকা শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জ আবেদন করেছে ৩১ হাজার ৫৭৪ শিক্ষার্থী। তারা এক লাখ চার হাজার ৬৬৫টি ‘স্ক্রিপ্ট’ বা বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেন।
চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৭৪ জন শিক্ষার্থী, নতুন জিপিএ ৫ পেয়েছেন ৫৫ জন। সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৯ জন, নতুন জিপিএ ৫ পেয়েছেন ১১ জন। রাজশাহী বোর্ড ফেল থেকে পাস করেছেন ২৪ জন, নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ২৫ জন। দিনাজপুর বোর্ডে ১৬৬ জনের ফল পরিবর্তন হয়েছে, নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৪৯ জন। ফেল থেকে পাস করেছেন ৬৪ জন। যশোর বোর্ডে ৯৩ জনের ফল পরিবর্তন হয়েছে, এতে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৪৩ জন। নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ২৫ জন। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৪ জন, নতুন জিপিএ ৫ পেয়েছেন ৩২ জন। তাদের মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ ৫ পেয়েছেন। ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছে সাতজন, নতুন জিপিএ ৫ পেয়েছেন ১০ জন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়