কাতার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : প্রবাসে অপরাধে জড়ালে দায় নেবে না সরকার, দালালের মাধ্যমে কেউ বিদেশমুখী হবেন না

আগের সংবাদ

বিপর্যয় সামালের সক্ষমতা কম : ইঞ্জিনিয়ার ও প্যারামেডিকেল টিম নেই, প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম

পরের সংবাদ

পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শান্তি চুক্তিসমূহের অন্তর্ভুক্ত বিভিন্ন দপ্তর হস্তান্তর ও অনিষ্পত্তিকৃত বিষয়সমূহের বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর কুয়াকাটায় গ্র্যান্ড হোটেল এন্ড সি-রিসোর্টের সম্মেলন কক্ষে কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্র সভাপতিত্বে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা), কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, দীপংকর তালুকদার এমপি, বাসন্তী চাকমা এমপি, সাবেক মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিধিমালা ২০১৯, তিন পার্বত্য জেলায় হস্তান্তরিত বিভিন্ন বিভাগের কার্যক্রম, কমিটির কার্যক্রম আরো গতিশীলকরণে আহ্বায়কের কার্যালয়ে নতুন জনবল কাঠামো সৃজন, তিন পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়। সভায় ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ শরণার্থীদের পুনর্বাসন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে পার্বত্য অঞ্চলের শান্তিশৃঙ্খলা, পর্যটনশিল্প ও উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সভায় ঐকমত্য পোষণ করা হয়। পার্বত্য অঞ্চলকে নিরাপদ, সুখী, উন্নত, শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পাদিত ঐতিহাসিক শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আহসান করিম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়