সীতাকুণ্ডে বিস্ফোরণ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্বেগ

আগের সংবাদ

কেন এত ভবন বিস্ফোরণ? : সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাব, সামর্থ্যরে ঘাটতি আছে রাজউকের

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া : ১৩শ শিক্ষার্থী পেল ‘আমার দেখা নয়াচীন’

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৩শ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ বইটি বিতরণ করা হয়েছে। এছাড়াও সেখানকার কৃষ্ণনগরে বঙ্গবন্ধু চত্বরের উদ্ধোধন করা হয়। গতকাল সোমবার দুপুরে উজানচর খেলার মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এ সময় বক্তৃতায় উপমন্ত্রী বলেন, ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ যখন ডিজিটাল বাংলাদেশ গঠনের ইশতেহার দিয়েছিল, তখন বিএনপিসহ বিরোধীদল টিপ্পনী কেটেছিল। আজকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল এই পৃথিবীতে খুব কম আছে। প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন হয়। এই করোনার মাঝেও সম্মেলন হয়েছে। প্রধানমন্ত্রীও নির্বাচিত হন গণতান্ত্রিকভাবে। তাই আওয়ামী লীগকে গণতন্ত্রের কথা বলে লাভ নেই। আমরা কোনো কিছুই আমলে নিচ্ছি না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি। এর বাইরে কে কি গবেষণায় বললো তা আমলে নেয়ার বিষয় না।
উজানচর ইউনিয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)। অন্যের মধ্যে বক্তব্য দেন- উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়