মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

ওয়ানডে সিরিজ : ইংল্যান্ডের বিপক্ষে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। হোম অব ক্রিকেট মিরপুরে দুপুর ১২টায় মাঠে নামবে দুই দল। ইংলিশরা আক্রমণাত্মক খেললেও ঘরের মাঠে ভয়ংকর বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি সিরিজ জয়ের ব্যপারে আশাবাদী লাল-সবুজের প্রতিনিধিরা।
সব মিলিয়ে টাইগারদের বিপক্ষে ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে ইংলিশরা। জয়ের পাল্লা ভারী তাদের দিকেই। ১৭ ম্যাচে জয়ের পাশাপাশি ৪টিতে হেরেছে তারা। সর্বশেষ বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। তবে সেই দলের চেয়ে এখন অনেক শক্তিশালী টাইগাররা। সম্প্রতি ঘরের মাঠে ভারতকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসী তারা। ইংল্যান্ডও পিছিয়ে নেই। এর মধ্যে ক্রিকেটের দুই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের পর ২০২২ সালে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে বাটলার বাহিনী। শুরু করেছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা।
এই সিরিজ দিয়েই প্রধান কোচ হিসেবে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহে। সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে দুই দলের শক্তিমত্তার তুলনায় সেটি একটু মনে করিয়ে দেয়ার চেষ্টা করেছেন হাথুরুসিংহে, ‘আমার মনে হয় আমরা পূর্ণ শক্তির দল, তবে তারা ঠিক পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি। ফলে আমাদের স্কিল ও শক্তিমত্তার ওপর ভরসা রাখছি। আমরা ইংল্যান্ডের মতো খেলতে গেলে সেটা ঠিক হবে না। তারা বিশ্বচ্যাম্পিয়ন দল। আমরা সেরাটা খেলতে চাই। তাদের একটি দল অন্য জায়গায় খেলছে, এখানে আরেকটি দল খেলছে। তাদের প্রতিভার একটা গভীরতা আছে। আমরা দেখতে চাই, আমরা কোথায় আছি এবং লক্ষ্যপূরণে ভুলগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি এই কন্ডিশনে ভালো করতে পারি সেটি আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’
সাকিব-তামিম ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে কোচ বলেন, ‘আমি এক সপ্তাহ যাবত কাজ করছি। আমি এমন অনেক ড্রেসিং রুম ও দলে ছিলাম যেখানে সবার মধ্যে বনিবনা হতো না। তারপরও তারা মাঠে দল হিসেবেই খেলে। আপনি যখন আপনার জাতীয় দলের হয়ে খেলবেন তখন আপনি এটাই আশা করেন। বাইরে যেতে এবং ডিনার করার জন্য আপনাকে ভালো বন্ধু হতে হবে না। যতক্ষণ না এটি প্রভাবিত করছে, আমি এটিকে সমস্যা হিসেবে দেখছি না। এখন এই আলোচনার সময় নয়। এখন সিরিজ নিয়ে কথা বলতে পারি।’
এছাড়া দলের দলের নতুন নেতৃত্ব নিয়ে তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব তৈরি করা চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি দায়িত্ব। আমরা জানি আমাদের চারজন সিনিয়র ক্রিকেটার ১৫-১৬ বছর ধরে খেলছে। তারা হয়তো দশ বছর পর খেলবে না। তাই আমাদের নেতৃত্বে পরের প্রজন্মকে নিয়ে আসতে হবে। আমি নিজ থেকে কাউকে বাছাই করব না। নিজেদের আচরণ ও পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচিত হবে।’
ঘরের মাঠে বাংলাদেশ দল ভালো খেললেও ইংল্যান্ডও ছোট দল নয়। মাঠে নামার আগে তামিম-সাকিবদের গুরুত্ব দিলেও ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন এটা মনে করিয়ে দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। গতকাল বিকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কে ফেভারিট বিষয়টা এত গুরুত্বপূর্ণ না। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ভালো। আমরা শেষ ১০ ম্যাচে ৮টা হেরেছি। কিন্তু আমরা বিশ্বচ্যাম্পিয়ন। লম্বা সময়ে আমরা আমাদের সেরা দলটা পাইনি। কিন্তু এখন উড আছে, জোফরা আছে। উইল জ্যাকসও দলে জয়েন করেছেন।’
মঈন আরো বলেন, ‘আপনি যখন উপমহাদেশে খেলতে আসবেন, এমনটা ভেবেই আসতে হবে যে ভালো স্পিন বোলিংয়ের বিপক্ষে পরীক্ষা দিতে হবে। বাংলাদেশ দল হিসেবে খুব ভালো, বিগত কয়েক বছরে দল হিসেবে তারা অনেক উন্নতি করেছে। শুধু স্পিনাররাই না, তাদের পেসাররাও মানসম্মত। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামব। নেটে বাঁহাতি স্পিনার ও ডানহাতি অফ স্পিনারদের বিপক্ষে অনুশীলন করেছি, আমরা তাদের শক্তি সম্পর্কে অবগত। আমাদের দলে ৩ জন স্পিনার আছে। তবে বাংলাদেশের বিপক্ষে যে শুধু ৩ জন স্পিনার এনেছি তা নয়। পেসারদের ক্ষেত্রে আমরা তাদের সবখানে নিয়ে যাই। কারণ, তারা গতিময় বোলিং করে।’
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকেট বিক্রি শুরু হয় গতকাল। তবে এই টিকেটে ইংল্যান্ডের পতাকার বদলে ছাপানো হয় গ্রেট ব্রিটেনের পতাকা। সাধারণ অলিম্পিকের মতো আসরগুলোতে ইংল্যান্ডের অ্যাথলেটরা গ্রেট ব্রিটেনের হয়ে অংশ নেন। যেখানে অন্তর্ভুক্ত আছে স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ডও। ভুল ধরা পড়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রথম দিকে টাইপিং মিস্টেক বললেও ভুল স্বীকার করেনি বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করাই যায়। এটা সাধারণ ব্যাপার।’
ভুল পতাকা থাকা টিকেটেই প্রথম ম্যাচ দেখতে হবে দর্শকদের। তবে দ্বিতীয় ম্যাচ থেকে সংশোধিত নতুন টিকেট পাওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়