তৌফিক-ই-ইলাহী চৌধুরী : কয়লা বিদ্যুৎ চালু হলে থাকবে না ঘাটতি

আগের সংবাদ

মিঠামইনে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা : নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে ঘরোয়াসহ তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এ জরিমানা করা হয়। র‌্যাব-১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এসপি) নোমান আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্ট ও নবাবী ভোজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। তিনি আরো বলেন, এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক মো. জুলহাস হোসেনকে ৮০ হাজার টাকা, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক শেখ শফিউর রহমানকে ১ লাখ টাকা ও নবাবী ভোজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক মো. সুমনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়