উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

মদনে দুই অবৈধ অটোস্ট্যান্ড উচ্ছেদ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদনে দুই অটোস্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে এ অভিযান চালান।
মদন বাজারের একটি উপস্বাস্থ্য কেন্দ্রের (আরডির) সামনে থেকে সাব ইজারাদার খলিলুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও স্ট্যান্ড উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীন। অপরদিকে খাদ্য গুদামের সামনের সড়কে সাব ইজারাদার শহিদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা ও স্ট্যান্ড উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি শাহনূর আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীন বলেন, যানজট নিরসনের লক্ষ্যে সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ দুটি অটো স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে এবং স্ট্যান্ড পরিচালনাকারীদের ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়