উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

দোকানের সিন্দুক লুট, প্রহরীর মরদেহ মিলল পাশের থানায়

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরে আল-আমিন পোল্ট্রি ফিড দোকানের তালা কেটে সিন্দুকসহ নগদ টাকা, কয়েকটি ব্যাংকের চেক, গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতরা দোকানের নিরাপত্তা প্রহরী এবং সিসি ক্যামেরার ডিভাইস ও ক্যামেরা নিয়ে যায়। পরে জয়দেবপুর থানার হোতাপাড়া (বেগমপুর) এলাকা থেকে পুলিশ প্রহরীর মরদেহ উদ্ধার করে। গতকাল রবিবার ভোর আনুমানিক ৪টায় শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়া পশ্চিম খণ্ড মাওনা হাইওয়ে থানা পুলিশ বক্সের ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। নিহত নিরাপত্তা প্রহরী হেলাল উদ্দিন (৫৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণচর হাজীপুর গ্রামের মৃত রবি মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার ৬নং ওয়ার্ডে (বেপারি বাড়ি) এলাকায় নিজ বাড়িতে থেকে ম্যাক্স-৪ সিকিউরিটি সার্ভিসের অধীনে ওই দোকানে চাকরি করতেন। আল-আমিন পোল্ট্রি ফিডের মালিক আহমেদ ইয়াদরীব জানান, গত শনিবার সন্ধ্যায় দোকানে তালা লাগিয়ে চলে যান। রবিবার সকালে দোকানের ম্যানেজার জালাল উদ্দিন দোকান খুলতে এসে তালা কাটা দেখে মালিককে ফোন দেন। মালিক দোকানে এসে দেখেন ডাকাতরা সিন্দুকসহ ৫ লাখ ৫৫ হাজার টাকা, স্বাক্ষর সংবলিত এক লাখ টাকার চেক, গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র নিয়ে যায়। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল এবং লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করেছে। জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসবিএল পোশাক কারখানার সামনে ভাঙ্গারি মালামালের ওপর পড়ে থাকা অবস্থায় হেলাল মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়