উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

কুমারখালীতে উদ্যোক্তা মেলা

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : ঐতিহ্যের পর্যটন, উদ্ভাবনে উন্নয়ন প্রতিপাদ্যে কুমারখালীতে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী। মেলার ২০টি স্টলে শতাধিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসহ কুমারখালীর ঐতিহ্যবাহী কুলফি মালাই, তিলের খাজা, শন পাপড়ি, খেজুরের গুড়, মটকা চা, লুঙ্গি, মাটির তৈজসপত্রসহ বিভিন্ন পণ্য উপস্থাপন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়