উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মচারীকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে ফুলের তোড়াসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান ও বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মধু, কাজী কামাল উদ্দিন, খলিলুর রহমান ভূঁইয়া, সাবেক সহকারী শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল কাদের, ময়নাল হোসেন, সিনিয়র শিক্ষক নিতাই কান্তি সাহা, বিদ্যালয়ের সাবেক সভাপতি এ আর সাদেকুর রহমান রুমি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন, শিক্ষক ইউসুফ আলী। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ।
অনুুষ্ঠানে এ সময় বালক শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী ফুটবল তুলে দেন প্রধান অতিথি প্রাণ গোপাল দত্ত। এ ছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়