মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশার মৃত্যু

আগের সংবাদ

৫০ বছরের অংশীদারিত্ব উদযাপনকালে বিশ্বব্যাংক এমডি : বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সর্ম্পক নতুন মাইলফলকে

পরের সংবাদ

শুরুটা শুভ হলো না টাইগ্রেসদের

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে গতকাল হেরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয়ের পর সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
জেবি মার্কস ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রানের পুঁজি পায় টাইগ্রেসরা। ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালোই করে বাংলাদেশ। তবে রানের গতি সেভাবে বাড়াতে পারেনি তারা। পঞ্চম ওভারে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। ১৪ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার রানি সাহা। এরপর ওয়ান ডাউনে নামা দিলারা আক্তার দশম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন। তিনি করেন ২০ বলে ১৭ রান।

আগের ম্যাচে মারকুটে ইনিংস খেলা আরেক ওপেনার প্রত্যাশা ৩৩ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান। এরপর স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার ইনিংস বড় করতে চেষ্টা করলেও কোনো রকমে ১০০ পেরোয় বাংলাদেশ। স্বর্ণা আক্তার ১৮ বলে ২০ রান করলেও টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন সুমাইয়া। শেষদিকে রাবেয়া খানের ৬ বলে ৮ রানের সুবাদে নির্ধারিত ওভারে ১০৬ রান তুলতে পারে তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাইলা রেইনেক।
অল্প রানের পুঁজি হলেও স্বাগতিকদের ভালোই চেপে ধরে বাংলাদেশ। মাত্র ৩৩ রানেই ৪ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগায়। ওপেনার রেন্সবুর্গকে ২ রানে সাজঘরে ফেরানোর পর ওয়ান ডাউনে নামা রেইনেকেও ৪ রানে সাজঘরে ফেরান টাইগ্রেসরা। এরপর স্মিথকে ০ রানে আউট করেন রাবেয়া খান। আরেক ওপেনার সিমন প্রথমে জুটি গড়েন ম্যাডলসন ল্যান্ডসম্যানের সঙ্গে। সিমন ২২ বলে ২৬ রান করে ফিরলেও পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়ে প্রোটিয়াদের জয়ের পথ সুগম করেন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ল্যান্ডসম্যান ৩৮ বলে ৩৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকা মেসোর ব্যাট থেকে আসে ৩২ রান, ৩০ বলে। ফলে ৫ উইকেটের সহজ জয় পায় প্রোটিয়ারা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া, একটি শিকার করেন মারুফা আক্তার। ম্যাচসেরা হন সর্বোচ্চ ৩৭ রান করা ম্যাডলসন ল্যান্ডসম্যান। সুপার সিক্সে টাইগ্রেসদের দ্বিতীয় ম্যাচ আগামী ২৫ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়