আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

ইন্দো-প্যাসিফিক কৌশলে ঢাকাকে পাশে চায় ফ্রান্স

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়নের ইন্দো-প্যাসিফিক কৌশলে (আইপিএস) বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স। বৃহস্পতিবার ঢাকায় এক বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে এ বার্তা দেয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ) কাজী রাসেল পারভেজ। আর ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-বিষয়ক পরিচালক ব্রেটন লোর্থলারি।
বৈঠক শেষে ব্রেটন লোর্থলারি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) ইতোমধ্যেই ঘোষণা করেছে। ফ্রান্স এ বিষয়ে গত বছর বিশেষ দায়িত্বও পালন করেছে। নিরাপত্তা, প্রতিরক্ষা খাত, জলবায়ু পরিবর্তনে সহযোগিতা ও সমুদ্রে অবৈধ মাছ ধরা প্রতিরোধে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স। আমরা এই কৌশলে বাংলাদেশকে স্বাগত জানাই। একইসঙ্গে পাশাপাশি অন্যদেশগুলোকে আরো কাছাকাছি আনার চেষ্টা চলছে। আগামী বছরে ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছে ফ্রান্স। সেখানে ইন্দো-প্যাসিফিকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আন্ত:মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশকেও ইন্দো-প্যাসিফিক কৌশলে পাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে নানা খাতে সহযোগিতা বাড়ছে। আগামী দিনেও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা করেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক পরিচালক। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন কাজে ফ্রান্সের অংশগ্রহণ বাড়ছে। চট্টগ্রামে স্বচ্ছ পানির প্রকল্প ও ঢাকায় র‌্যাপিড ট্রান্সপোর্ট প্রজেক্টেও সম্পৃক্ত হচ্ছে ফ্রান্স। ব্রেটন লোর্থলারি আরও বলেন, আগামী বছরে ফ্রান্সের প্যারিসে দ্বিতীয় কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরো এগিয়ে নেয়ার চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়