আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

আগের সংবাদ

নাশকতার শঙ্কায় সতর্ক আ.লীগ : ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ক্ষমতাসীন দলের, ‘পাল্টা কর্মসূচি’তে অস্বস্তি বিএনপির

পরের সংবাদ

কুমিল্লা-ঢাকা মুখোমুখি : বরিশালের প্রতিপক্ষ রংপুর

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা। আজ দিনের প্রথম ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তিন ম্যাচে পরাজয়ের মুখ দেখা কুমিল্লা শেষ দুই ম্যাচে জয়ী হয়েছে। ঢাকা ডমিনেটর্সের লক্ষ্য ইমরুল কায়েসদের এ জয়ের ধারা থামিয়ে নিজেদের পয়েন্ট বাড়ানো। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমে প্রথম ম্যাচে হার দিয়ে বিপিএল শুরু করে এ আসরের হট ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরের দেয়া রানের তাড়ায় ৩৪ রানে পিছিয়ে ছিল তারা। তাদের পরবর্তী মিশন ছিল মাশরাফির সিলেটকে আটকানো। কিন্তু নিজেদের পরাজয়ের ধারা তারা থামাতে অক্ষম হয়। সিলেট স্ট্রাইকার্স কুমিল্লাকে ৫ উইকেটে পরাজিত করে। নিজেদের তৃতীয় ম্যাচেও ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমে তারা ১২ রানে পরাজিত হয়। পরাজয়ের ধারা ভাঙতে তাদের চতুর্থ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। চট্টগ্রামের মাটিতে তাদের বিপক্ষে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়ন দল। সর্বশেষ সিলেটের বিপক্ষে মাঠে নেমে মাশরাফিদের জয়রথ থামিয়েছে তারা। সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে তারা ৫ উইকেটে জয়ী হয়েছে। মোট ৫ ম্যাচ খেলে মাত্র দুইটি ম্যাচে নিজেদের প্রমাণ করতে পেরেছে লিটন-কায়েসরা।
শুরুটা জয় দিয়ে শুরু করতে পারলেও পরের ম্যাচগুলোতে আর ভালো করতে পারছে না তাসকিন-নাসিররা। এ আসরের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে পরাজয়ের কটু স্বাদ দেয় ঢাকা ডমিনেটর্স। সেই ম্যাচটিতে ৫ বল হাতে রেখেই জয়ী হয়েছিল ঢাকা। তবে নিজেদের পরের ম্যাচ থেকে আর জয়ের মুখ দেখেনি তারা। পরের ম্যাচে মাশরাফিদের কাছে ৬২ রানের ব্যবধানে এ আসরে প্রথমবারের মতো হারের মুখ দেখে তারা। নিজেদের তৃতীয় ম্যাচেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঢাকাকে ৮ উইকেটে পরাজিত করে। এ পর্যন্ত নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকা দ্বিতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল। প্রতিশোধ নেয়ার সুযোগ থাকলেও নাসিররা তা কাজে লাগাতে পারেনি। আবারো ৫ উইকেটে সিলেট জয়ী হয়। চার ম্যাচ খেলে ঢাকা ডমিনেটর্সের পয়েন্ট টেবিলে যুক্ত আছে মাত্র ২ পয়েন্ট।
আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। অন্যদিকে চার ম্যাচের তিনটিতেই হেরে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অর্থাৎ সর্বশেষ অবস্থানে আছে ঢাকা ডমিনেটর্স।
পরাজয় দিয়ে বিপিএল শুরু করেও ভালো অবস্থানে আছে ফরচুন বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে সিলেটের কাছে ৬ উইকেটে হারে তারা। পরের ম্যাচ থেকে তাদের অদম্য জয়রথ চলছেই। বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই হতাশ করা রংপুর রাইডার্সের সঙ্গে ৬ উইকেটে জয়ের মধ্য দিয়ে জয়রথ শুরু হয় তাদের। এরপর ধারাবাহিকভাবে চট্টগ্রাম ও কুমিল্লাকে হারিয়েছে তারা। রংপুর রাইডার্স জয়-পরাজয়ের ধারাবাহিকতায় চলছে। চার ম্যাচ খেলে তারা জয়লাভ করেছে দুইটি ম্যাচে।
ফরচুন বরিশাল চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় শীর্ষে আছে। চার ম্যাচে দুই পরাজয় দেখে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।
কুমিল্লার কাছে একটি মাত্র ম্যাচে পরাজিত হয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। পাঁচ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টেবিলের ষষ্ঠ স্থানে আছে খুলনা টাইগার্স। চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র দুই। আগামীকাল চট্টগ্রাম বনাম খুলনা এবং ঢাকা বনাম বরিশালের ম্যাচ দুটিই বিপিএলের নবম আসরে চট্টগ্রামের মাঠে হওয়া শেষ ম্যাচ। ম্যাচগুলো শেষ হলেই সব দল ঢাকায় ফিরে আসবে। ঢাকায় ২৩ ও ২৪ জানুয়ারি দুইটি করে চারটি ম্যাচ হবে। তারপর বিপিএল পুনরায় ঢাকাকে বিদায় জানাবে। বিপিএলের পরবর্তী ভেন্যু সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বিপিএলের এ আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন সিলেট স্ট্রইকার্সের তৌহিদ হৃদয়। সিলেটের পক্ষে ৪টি ম্যাচ খেলে তার সংগ্রহে আছে ১৯৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী নাজমুল হাসান শান্তও সিলেটের হয়ে খেলছেন।
৫ ম্যাচ খেলে তার সংগ্রহে আছে ১৯২ রান। উইকেট তুলার তালিকার শীর্ষে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনিও খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৬ ম্যাচে মোট ৯টি উইকেট তুলেছেন এ পেসার। ১১ ওভারে ৮০ রান খরচ করে ৭ উইকেট নিয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন রংপুর রাইডার্সেরর রবিউল হক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভির ইসলাম ১২ ওভারে ৮০ রান খরচ করে ৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়