সংসদে অর্থমন্ত্রী : গত বছরের ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯.৫৮ বিলিয়ন ডলার

আগের সংবাদ

তারল্য সংকটে বিপাকে ব্যাংক : সংকট উত্তরণে দরকার দৃশ্যমান রাজনৈতিক অঙ্গীকার, এখনই সমাধান না করলে সংকট আরো গভীর হবে

পরের সংবাদ

অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ খুঁজতে হবে

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কেন শিক্ষার্থীরা এসব কলেজে ভর্তি হতে পছন্দ করল না তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। গতকাল তিনি ভোরের কাগজকে বলেন, যেসব কলেজে শিক্ষার্থী ভর্তি হতে পছন্দ করেনি সেসব কলেজকে সরকারই অনুমোদন দিয়েছিল। বাহারি ঢংয়ে বিভিন্ন নামে গড়ে ওঠা এসব কলেজে এখন কেন শিক্ষার্থী ভর্তি হতে পারছে না তার কারণ খুঁজে বের করার জন্য সরকারের তদন্ত করা উচিত। কারণ বের করার জন্য যেসব কলেজে শিক্ষার্থী ভর্তি হয়নি তার সবকটিতে যেতে হবে। তবেই

শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ জানা যাবে। আর এটি এ কারণেই করতে হবে, যাতে আগামী বছর এর পুনরাবৃত্তি না ঘটে।
তিনি বলেন, পৃথিবীর বড় বড় দেশে কলেজ শিক্ষা বলতে কিছু নেই। কিন্তু আমাদের দেশে এটা আছে। কেন আছে তাও জানি না। কলেজ শিক্ষাকে তিনি খামোখা উল্লেখ করে বলেন, জাতীয় সংসদে পাস হওয়া আমাদের শিক্ষানীতিতেও কলেজ শিক্ষা বলতে কিছু নেই। প্রাথমিক শিক্ষা হবে ৮ম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক শিক্ষা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এরপরে উচ্চ শিক্ষা শুরু হবে। শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাব্যবস্থা চললে এত পরীক্ষারও দরকার পড়ে না। দ্বাদশ শ্রেণি শেষে একটি পরীক্ষা হবে এবং এটি একটি ভালো পরীক্ষা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়