‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নবীনবরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনা মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার কলেজ মিলনায়তনে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে চান্দিনা মহিলা কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ডা. শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য মহিউদ্দিন আহমেদ আলম। অধ্যাপক মো. হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন- কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ, উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, অধ্যাপক মো. এনায়েত উল্লাহ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন, তাসলিমা বেগম, মোস্তফা কামাল, খলিলুর রহমান, নাজমা আক্তার প্রমুখ।

সেমিনার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় গতকাল সোমবার জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় খুলনার আয়োজনে দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্র্তা সুরাইয়া সাইদুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শাহজাদা মো. আবু ইলিয়াস ও শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পাইকগাছা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নেতৃত্বে গতকাল সোমবার উপজেলা সদরের বিভিন্ন বেকারি ও হোটেল রেস্তোরাঁয় এ অভিযান চলে। এ সময় সরকারি নিয়মনীতি ও বিধিমালা অনুসরণ না করেই খাদ্য উৎপাদন করায় মডার্ণ বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মতভাবে খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য সময় বেঁধে দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর উদয় কুমার মণ্ডল ও পেশকার ইব্রাহীম।

টিকাদান
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : রায়পুরায় করোনা ভাইরাস প্রতিরোধে স্কুল মাদ্রাসা পড়ুয়া ৫-১১ বছরের শিশুদের দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন স্কুলে টিচকা দেয়া হয়। স্বাস্থ্য সহকারী স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেয়া হচ্ছে টিকা। চলবে মার্চ মাস পর্যন্ত। উপজেলায় ১ লাখ ১ হাজারের বেশি চাহিদার বিপরীতে গত রবিবার পর্যন্ত দুই সপ্তাহে ২০ হাজার টিকা দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর জানান, ইতোমধ্যে উপজেলায় সুষ্ঠুভাবে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়েছে। সুরক্ষা ওয়েব পোর্টালের মাধ্যমে এসব শিশুর রেজিস্ট্রেশন করতে পারবে। পরবর্তী সময়ে স্কুলবহির্ভূত শিশুরা নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

মাদক কারবারি আটক
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে রাসেদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত রবিবার রাত ১০টার দিকে উপজেলার মালেক মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসেদুল ইসলাম উলিপুর উপজেলার সাদুল্লা তবকপুর এলাকার মৃত নজির হোসেনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট মালেক মোড় এলাকায় অভিযান চালায় চিলমারী থানা পুলিশ। এ সময় রাসেদুল ইসলামকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান বলেন, আটককৃতকে মাদকদ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মতবিনিময়
ফরিদপুর শহর প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকারের ৭৭তম জন্মোৎসব উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে কালিদাস কর্মকারের পরিবার। গতকাল সোমবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কালিদাস কর্মকারের পরিবারের সদস্যরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির বিস্তারিত বর্ণনা দেন তারা। কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার বিকাল ৩টায় বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালিদাস কর্মকারের মেয়ে কংকা কর্মকার, ছোট বোন সঞ্চিতা কর্মকার, ভাই প্রশান্ত কর্মকার প্রমুখ। কালীদাস কর্মকার ১৯৪৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

বন্ধুমেলা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়ায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনব্যাপী বন্ধুমেলা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বানার হাওলা গ্রামে প্রয়াত আ.লীগ নেতা খালেদ খুররমের বাড়ির সামনে এ মেলা শুরু হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি ভার্চুয়ালি এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা সমবেতভাবে পাঠ করে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান। মেলায় কার্পাশ তুলা, হস্তশিল্প, নারীর সাজ, কারুশিল্প, হাতের কাজ, পিঠা ঘর, মৃৎশিল্পসহ বিভিন্ন স্টল রয়েছে। বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ড. খালেকুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

সংবর্ধনা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় মাধবপুরে স্বাস্থ্যকর্মী, ইউপি সদস্যসহ ৪ জনকে ও অবসরজনিত কারণে এক প্রধান শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে ও ইউপি সচিব মো. মন্তাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন জিতু, আব্দুল আউয়াল শাহ লিটন, প্রধান শিক্ষক নান্টু চন্দ্র বনিক, স্বাস্থ্যকর্মী রাকিবা রায়হানা, ইউপি সদস্য দুলাল ঘোষ, মো. কুদ্দুছ মিয়া, শ্যামলি রানি দেব প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়