‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে চার বসতঘর ছাই

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কয়েকজনের বসতঘর পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। গত রবিবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের সৈয়দবাড়ির মৃত আব্দুল মোনাফ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। 
জানা যায়, পৌরসভা সৈয়দবাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আলতাফ হোসেন বাঁচা, শওকত হোসেন প্রকাশ শেয়াখত, নাছির উদ্দিন ও মোহাম্মদ মানিকের চারটি বসতঘর পুড়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিমলিডার মুহাম্মদ জাহেদুল আলম বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত রাস্তা না থাকায় আমাদের গাড়ি আটকা পড়ে এবং আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় কিছুটা বিঘœ ঘটে। তবে স্থানীয়দের সহযোগিতায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
কাউন্সিল কপিল উদ্দিন সিকদার বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়