‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

বেতাগীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগী উপজেলায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌর বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বেতাগী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, বাজারে নিয়মিত পণ্যের মান তদারকির অংশ হিসেবে বেতাগীতে অভিযান চালানো হয়।
এ সময় কয়েকটি মুদি দোকান, ওষুধের দোকান এবং জ্বালানি তেলের দোকান মিলিয়ে ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়