‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লউবাখার। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এই বৈঠকে পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশেষ করে মানবিক সহায়তা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, উন্নয়ন সহযোগিতা, সমুদ্রবিষয়ক নিরাপত্তা, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ শক্তিশালীকরণ, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন তারা।
৪ দিনের সফরে গত শনিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা লউবাখার। পরদিন রবিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি এবং আশ্রয় দেয়ার জন্য গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় সিদ্ধান্তের আন্তরিক প্রশংসা করেন লউবাখার। এই বৃহৎ জনগোষ্ঠীর দৈনন্দিন চাহিদা পূরণের জন্য প্রচুর সম্পদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের সহায়তার বিষয়ে আলোচনা করেন তারা। জাতিসংঘে গৃহীত রোহিঙ্গা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সমর্থন এবং রোহিঙ্গা গণহত্যাকে যথাযথ স্বীকৃতি দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রশংসা করেন পররাষ্ট্র সচিব মাসুদ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও সংস্কৃতি চর্চার সুযোগসহ অন্য সুবিধাদি পরিদর্শন করেন। গতকাল দুপুরের পর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) একটি গোলটেবিল বৈঠকে অংশ নেয় সফরকারী প্রতিনিধি দলটি। বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক কর্নেল ব্রায়ান লিউটি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর অফিস ফর নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের পরিচালক স্কট উরবম, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উপমিশন প্রধান হেলেন লাফেইভ এবং রাজনৈতিক শাখার প্রধান আর্তুরো হাইন্স, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম, আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দীন আহমেদ, মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম এবং আমেরিকা অনুবিভাগের পরিচালক হাসান আব্দুল্লাহ তৌহিদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়