কুমিল্লাকে হারের স্বাদ দিল রংপুর

আগের সংবাদ

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

কর্মী সমাবেশে মেনন : বিএনপির সরকার পদত্যাগ আন্দোলন ফ্লপ করেছে

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, নির্বাচনী বছরে তত্ত্ব¡াবধায়ক ইস্যু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বিরোধী দল বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার দুপুর ১২টায় সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান মেনন এসব কথা বলেন। মেনন আরো বলেন, বিদেশে পলাতক এক নেতার নির্দেশে জনগণ রাস্তায় নামবে এমন আশা করা বাতুলতা ছাড়া কিছুই নয়। দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একাট্টা হয়ে আছে। জনগণ স্বাধীনতাবিরোধীদের কথায় বিভ্রান্ত হবে না। ঠাকুরগাঁও-১ আসনের (পীরগঞ্জ-রানীশংকৈল) উপনির্বাচন উপলক্ষে গতকাল সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগের ৮ জেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, দলের পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানী, কেন্দ্রীয় নেতা আব্দুল হক, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ ইয়াছিন আলী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়