৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

শান্তিগঞ্জে সভা : হাওড় রক্ষা বাঁধের কাজ দ্রুত শুরু করার তাগিদ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।
পানি উন্নয়ন বোর্ডের এসও মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানি তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, পূর্ব বীরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান হিমেল খান রুকন, শান্তিগঞ্জ হাওড় বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সঈদ, পাউবো কমিটির জিএম সাজ্জাদুর রহমান ও শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হাওড়ের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। যে বাঁধগুলোতে এখনো কমিটি দেয়া হয়নি সেগুলোতে দ্রুত কমিটি দিয়ে কাজ করার তাগিদের পাশাপাশি ফসল রক্ষায় সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়