সিইসি কাজী হাবিবুল আউয়াল : শান্তিপূর্ণ গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট পড়েছে ৩৫ শতাংশ

আগের সংবাদ

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী : নির্বাচনের আগে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে > উদ্ভট ধারণা প্রশ্রয় দেবেন না

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আখাউড়ায় এক অজ্ঞাত প্রতিবন্ধি কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রাতে রেলস্টেশন এলাকার ভ্যানস্ট্যান্ডে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়িরা পুলিশকে জানায়। পরে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে। স্টেশন এলাকার গুনি মিয়া নামের এক ব্যবসায়ি জানান, কিশোরটি ভবঘুরে ছিল। কথা বলতে পারত না। স্টেশনে ট্রেন দাঁড়ালে ভিক্ষা করতো। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় স্টেশনের ওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায় তাকে। ওসি আসাদুল ইসলাম জানান, তার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : পুলিশ সপ্তাহ- উপলক্ষে শ্রীপুর থানায় গত বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ওসি মো. জাব্বারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ । বিশেষ অতিথি ছিলেন মাগুরার ডেপুটি জেলার মো. আখেরুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) শেখ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক অপূর্ব মিত্র, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী।

সচেতনতা সভা 

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ছাগলনাইয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনু্ষ্িঠত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ইউএনও মৌমিতা দাশের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তারে সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, ওসি সুদ্বীপ রায়, চাঁদগাজী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান মিনু, মাধ্যমিক শিক্ষা অফিসার আল মোমিন, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়