বিদায় ফুটবল সম্রাট

আগের সংবাদ

শেরপুরে অভিযানের পরও বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা

পরের সংবাদ

কালো মানিকের জন্য শোকার্ত বিশ্ব

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩১, ২০২২ , ১২:০৫ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : তিনি ফুটবল সম্রাট, তিনি কালো মানিকও। তার মৃত্যুতে যেন থমকে গেছে পুরো বিশ্ব। ফুটবল তারকা মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদোরা শোকে মুহ্যমান। শুধু তাই নয়, বাইডেন থেকে ওবামা, অমিতাভ বচ্চন থেকে শচীন টেন্ডুলকার, সাকিব আল হাসান- শোকার্ত সবাই। ইউরোপের ছোট বড় সব ক্লাব স্মরণ করছে পেলেকে। কালো মানিক স্মরণে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম সেজেছে ব্রাজিলের আইকনিক হলুদ ও সবুজ রঙে। এছাড়া নানাভাবে তার প্রতি শ্রদ্ধা ও শোক জানাচ্ছে বিভিন্ন দেশের মানুষ।
তবে ‘ও রেই’ বা ‘রাজা’র প্রয়াণে পুরোপুরি শোকস্তব্ধ ব্রাজিল। হাসপাতাল, ক্লাব, আইকনিক কোপাকাবানা সমুদ্রসৈকতও যেন স্তব্ধ হয়ে গেছে। রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচে ভক্ত-সমর্থকেরা ফুটবল খেলে কিংবদন্তিকে স্মরণ করেছেন। তার মৃত্যুর খবরে হাসপাতালের বাইরে জড়ো হন ভক্ত-সমর্থকেরা। তাদেরই একজন আলিপিও ব্যাটাকে বার্তা সংস্থাকে বলেন, পেলের জন্য আফ্রিকায় যুদ্ধবিরতি ছিল। মানুষ তার খেলা দেখতে তিনদিন যুদ্ধ থেকে দূরে ছিল। এমন ছিল তার প্রভাব। পেলের সময়ে ফুটবল এখনকার থেকে বেশ ভিন্ন ছিল। অনেক কষ্ট করতে হয়েছিল তাকে এই জায়গায় আসতে।
মহাতারকার বিদায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। আর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক শোকবার্তায় বলেছেন, ‘আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি, পাচায়েম্বু ও মোরুম্বিতে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলিয়ানরা পায়নি। আমি পেলেকে দেখতাম মাঠে একটা দুর্দান্ত শো উপহার দিতে। কারণ, যখন সে বল পেত, সব সময়ই বিশেষ কিছু করত, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।’ পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘মেসি, রোনালদো ও বেকহামের আগে ছিলেন পেলে। ১৯৫৮ সালে সতের বছর বয়সে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন। ১৯৬২ ও ১৯৭০ সালে আরো দুটি বিশ্বকাপ জেতেন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ ট্রফি জিতেছেন।’ বাইডেন আরো লেখেন, ‘পেলের বিনীত শুরু থেকে ফুটবল কিংবদন্তি হয়ে ওঠা এক সম্ভবের গল্প। আজ তার পরিবার ও শুভাকাক্সক্ষীদের জন্য সমবেদনা।’
নিজের টুইটার একাউন্টে পেলের ছবিসহ আবেগঘন এক পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, ‘পেলে ছিলেন সর্বকালের অন্যতম সেরা আর বিশ্বের অন্যতম চেনা খেলোয়াড় হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন, মানুষকে একজোট করার জন্য খেলাধুলার কী ক্ষমতা রয়েছে। তার পরিবার এবং যারা তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা রইল।’
পেলের মৃত্যুর খবরে শোক প্রকাশ করাদের মধ্যে আছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, এমবাপ্পেসহ বর্তমান ও সাবেক তারকা ফুটবলাররা। তাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন। পেলের সঙ্গে নিজের দুটি এবং ব্রাজিলের জার্সিতে পেলের একটি ছবিসহ মোট তিনটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন।’
ফিফার একটি অনুষ্ঠানে তোলা পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘পেলের পরিবার এবং পুরো ব্রাজিলের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করছি। ফুটবল বিশ্ব তার এক কিংবদন্তিকে হারাল। তার স্মৃতি আমরা কখনোই ভুলব না। শান্তিতে থাকুন, রাজা।’
অপরদিকে পেলের স্বদেশি নেইমার বেশ আবেগতাড়িত এক বার্তা লিখেছেন। আর একটি গোল করলেই নেইমার ভেঙে দেবেন ব্রাজিলের হয়ে পেলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। ব্রাজিলিয়ান হওয়ায় নেইমারের যন্ত্রণাটা অনেক বেশি। পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ফুটবলকে খেলার গণ্ডি থেকে আপনিই বের করে এনেছেন। ফুটবলকে সর্বজনীন করে তুলেছেন আপনিই। সবাই ফুটবলে মজছে আপনাকে দেখেই।’
আরেক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার কাসেমিরো বলেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল ও ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’ পেলের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে গ্যারি নেভিল লিখেছেন, ‘কিংবদন্তি পেলে, শান্তিতে ঘুমান। কী সুন্দর হাসি।’
ব্রাজিলের বর্তমান অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন, ‘তুমি ফুটবলের ইতিহাসকে বদলে দিয়েছ। তোমাকে ধন্যবাদ চিরন্তন কিংবদন্তি।’ ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিং লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’
এদিকে ফরাসি ফুটবলার এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা।’ পোলিশ তারকা রবার্ট লেওয়ানডভস্কি লিখেছেন, ‘শান্তিতে থাকুন চ্যাম্পিয়ন, স্বর্গে একটি নতুন তারকা আছে, এবং ফুটবল বিশ্ব একজন নায়ককে হারিয়েছে।’ সাবেক ক্রোয়াট ফুটবল তারকা ইভান রাকিটিচ বলেছেন, ‘তোমার উত্তরাধিকার চিরন্তন। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জাদুকর।’ এছাড়া জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট লিখেছেন, ‘বিশ্রামে থাকুন রাজা পেলে।’
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পেলেকে নিয়ে পোস্ট করেছে। কালো মানিক স্মরণে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম সেজেছিল ব্রাজিলের আইকনিক হলুদ ও সবুজ রঙে। কিংবদন্তির প্রতি সম্মান জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের মতো ইউরোপের প্রায় সব ক্লাব। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পেলের মৃত্যুর কথা শুনে আমরা গভীরভাবে মর্মাহত, একজন অসাধারণ প্রতিভাধর ফুটবলার যিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমাদের আন্তরিক সমবেদনা পেলের পরিবার এবং বন্ধুদের প্রতি।’
কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। গতকাল এক শোকবার্তায় ওবায়দুল কাদের পরলোকগত পেলের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘কালো মানিক খ্যাত বিশ্ব ফুটবলের এ সম্রাটের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার অনবদ্য কীর্তিগাথার মাধ্যমে বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।’ এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনও শোক জানিয়েছে।
পেলের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বলিউডেও। ফুটবলপ্রেমী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তার এক দীর্ঘ বার্তায় ফুটবলের মহারাজের উদ্দেশে লিখেছেন, ‘ছোটবেলায় বাবা আমাকে পেলের ম্যাজিকের সঙ্গে পরিচয় করিয়েছিল। আর সেই থেকেই তৈরি হয় ফুটবলের প্রতি আজীবন ভালোবাসা। আমাদের কাছে পেলে এবং ব্রাজিল টিমের ভিএইচএস টেপ আছে শেলফভর্তি। আমি বাবার সঙ্গে বসে ওগুলো দেখতাম মন দিয়ে। পেলে যখন ভারতে এসেছিলেন আমি তখন কোনোভাবে তার অটোগ্রাফ করা একটা জার্সি জোগাড় করতে পেরেছিলাম। যেটা আমার অফিসে এখনো গর্বের সঙ্গে টানানো আছে। ধন্যবাদ স্যার, আমাদের জোগো বোনিতো শেখানোর জন্য আর কোটি কোটি মানুষের হিরো হওয়ার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করি, পেলে।’
আরেক তুখোড় অভিনেতা অনুপম খের টুইট করেছেন, ‘প্রিয় পেলে! আপনি, আপনার খেলা এবং আপনি যেভাবে খেলেছেন তা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য সর্বদা #এধসবঈযধহমবৎ হয়ে থাকবে। তারা ফুটবল খেলে কিনা তাতে কিছু যায় আসে না। অনুপ্রেরণামূলক জীবনের জন্য আপনাকে ধন্যবাদ। #আরআইপিথলেজেন্ড#ওমশান্তি #পেলে।’
অন্যদিকে পেলের একটা ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে কারিনা কাপুর খান লিখেছেন ‘রাজা’। বলিউড তারকা ভিকি কৌশল লিখেছেন, ‘আত্মার শান্তি কামনা করি’। অভিনেত্রী শিল্পা শেঠি ফুটবলের এই মহারথির ছবি শেয়ার করে তার নিচে লিখেছেন, ‘লেজেন্ড #পেলে… আত্মার শান্তি কামনা করি।’
তিনবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলের রাজার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ক্রিকেটের তারকারাও। ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘শুধু ফুটবলের নয়, গোটা ক্রীড়াজগতের জন্য বিরাট ক্ষতি। এমন আর কখনোই কেউ আসবেন না। খেলাধুলার মধ্যেই আপনি চিরদিন বেঁচে থাকবেন। শান্তিতে থাকুন, পেলে!’ ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগ বলেছেন, ‘ফুটবল মাঠের এক জাদুকরকে হারাল বিশ্ব। পেলের পরিবার ও সারা বিশ্বের শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুক পেজে দেয়া পোস্টে লিখেছেন, ‘তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।’ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বিদায় কিংবদন্তি। আপনি সব সময় এবং চিরকাল আমাদের মনের মাঝে থাকবেন।’
বাংলাদেশ দলের ওয়ানডে ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আপনাকে মিস করব কিংবদন্তি।’ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লেখেন, ‘ফুটবলের রাজা ৮২ বছর বয়সে মারা গেছেন। ওপারে ভালো থাকবেন, পেলে।’
এছাড়া জাতীয় ফুটবলের দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও পেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। ফেসবুকে পেলের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ওপারে ভালো থাকবেন পেলে, যিনি বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেছেন। তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। আপনাকে আজীবন মনে রাখা হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়