ঢাবিতে পর্দা নামল নন-ফিকশন বইমেলার

আগের সংবাদ

কালো মানিকের জন্য শোকার্ত বিশ্ব

পরের সংবাদ

রিজভীর বিরুদ্ধে আরো ৩ মামলা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আরো তিনটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৩২ মিনিটের দিকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রিজভীকে তোলা হয়। এরপর পল্টন ও বাড্ডা থানার পৃথক তিন মামলায় জামিন না নেয়ায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়। আদালত এ আবেদন মঞ্জুর করেন। ওই দুই মামলায় নিয়োজিত বিএনপির আইনজীবী আব্দুস সালাম হিমেল ভোরের কাগজকে জানান, রুহুল কবির রিজভীর জামিনের জন্য আমরা আগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত তা মঞ্জুর করেছেন। এবার আমরা জামিন চাইব। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর কাকরাইলের বিজয় নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জন লাঠিসোটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক আয়নাল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। এ মামলাটির চার্জশুনানির জন্য আগামী ২৯ মার্চ তারিখ ধার্য রয়েছে। এছাড়া ২০১৩ সালে পার্টি অফিসের সামনে নাশকতার অভিযোগে পল্টন থানায় এবং ২০১৫ সালের বাড্ডা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই তিন মামলাই বিচারাধীন। এর আগে গত ৭ ডিসেম্বর বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পল্টন মামলায় রিজভীসহ ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়