ঢাবিতে পর্দা নামল নন-ফিকশন বইমেলার

আগের সংবাদ

কালো মানিকের জন্য শোকার্ত বিশ্ব

পরের সংবাদ

ফুলছড়ি : বরযাত্রীবাহী নৌকা ডুবে এক শিশু নিখোঁজ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বিয়ের নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কনেসহ ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে ফুলছড়ি উপজেলার বাজে ফুলছড়ির চর এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায় বরযাত্রীরা নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। রাতে ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি ধাক্কা লাগে। এসময় বরযাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ব্রহ্মপুত্র নদে ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় কনে রাশেদা আকতার (১৯), সৈকত জামান (২২), রিয়াল মিয়া (২৮) ও রাসেল মিয়া (৩২) আহত হন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে থেকে রংপুর ও সাঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়