ঢাকা মহানগর আ.লীগ : দক্ষিণে সমাবেশ উত্তরে বিক্ষোভ আজ

আগের সংবাদ

১০ দাবিতে যুগপৎ আন্দোলন : ঢাকার গণসমাবেশ থেকে বিএনপির ঘোষণা > ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি

পরের সংবাদ

ভালুকায় আগুনে পুড়ল দেড় কোটি টাকার মালামাল

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :  উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার হাবিব মার্কেটের সামনে অগ্নিকাণ্ডে এক থেকে দেড় কোটি টাকার মালামাল পড়ে গেছে।  এ সময় মার্কেটের সামনে থাকা একটি প্রাইভেটকারে আগুন লেগে পুড়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে।
দোকান মালিক হায়দার আলী জানান, তার দোকানে ৫২ হাজার টাকা, চাদর, লুঙ্গি, গেঞ্জিসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। 
ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কের জমি দখল করে অপরিকল্পিতভাবে দোকান বসানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল-মামুন জানান, ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে তদন্তের পর আগুনের সূত্রপাতের বিষয়টি বলা যাবে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়