জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : ডা. এস এ মালেকের মৃত্যু অপূরণীয় ক্ষতি

আগের সংবাদ

পল্টন ছেড়ে গোলাপবাগে বিএনপি : বিকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের অবস্থান, রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা

পরের সংবাদ

প্রথম টেস্টের জন্য দল ঘোষণা টাইগারদের

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষে সফরকারীদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। গতকাল প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের মতো প্রথম টেস্টেও তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম টেস্টের দলে নেই মোস্তাফিজুর রহমানও। তবে দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ১৭ জনের দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানকে। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও পারফর্ম করছেন গত কয়েক বছর ধরে। তবে জাকির আলো কেড়েছেন ভারত ‘এ’ দলের বিপক্ষে সা¤প্রতিক আন অফিসিয়াল টেস্ট সিরিজে। কক্সবাজারে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে হেরে যাওয়া ম্যাচ ড্র করেছেন। ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৪ ইনিংসে ১৩ সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে ৪০৬৯ রান করেছেন জাকির।
চোটের কারণে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে যাওয়া ব্যাটসম্যান ইয়াসির আলী ফিরেছেন। চোটের কারণে সেবার টেস্ট দলে না থাকা তাসকিন আহমেদকেও রাখা হয়েছে। অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আরো আছেন রেজাউর রহমান। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর আগামী ২২ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। সেই দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে ভারত। প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের বীরত্বে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে টাইগাররা। আগামী ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, এনামুল হক, জাকির হাসান, রেজাউর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়