ট্রাকের ধাক্কা : নটর ডেম শিক্ষার্থী নিহতের মামলার চার্জশিট গ্রহণ

আগের সংবাদ

নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশ : যে হাত মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে > আঘাত এলে পাল্টা আঘাত

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : ডা. এস এ মালেকের মৃত্যু অপূরণীয় ক্ষতি

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বিজ্ঞপ্তি
গতকাল বুধবার এক শোকবার্তায় উপাচার্য ড. মো. মশিউর রহমান বলেন, ‘ডা. এস এ মালেক ছিলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিতপ্রাণ মানুষ। তার মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযুদ্ধের ধারার এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তবে তিনি কর্মের মধ্যে বেঁচে রইবেন চিরকাল। বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী এবং বিশ্বাসী মানুষ হিসেবে সব সময়ই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর অনুসারী মানুষদের কাছে প্রিয় হয়ে থাকবেন তিনি। পরিতৃপ্ত, কর্মবহুল ও বর্ণাঢ্য জীবনের অধিকারী, ইতিহাস- ঐতিহ্য সচেতন এই আলোকিত মানুষটি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, সজ্জন রাজনীতিবিদ। যিনি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের প্রাণশক্তি।’
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান ডা. এস এ মালেক। মৃত্যুকালে তিনি চার সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়