রুশ নাগরিকত্ব পেলেন সেই স্নোডেন

আগের সংবাদ

দেশের অর্থনীতি নিয়ে গুজবে কান দেবেন না : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ডামফ্রিসের পায়ে ডাচদের ভবিষ্যৎ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। এই ম্যাচে গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখায় ম্যাচসেরা হন ডেনজেল ডামফ্রিস। তার পায়ের জাদুতে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ডাচরা।
আগামী ৯ ডিসেম্বর ডাচরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। যেখানে জিতলে নিশ্চিত হবে সেমিফাইনাল। সেই ম্যাচকে সামনে রেখে ডামফ্রিসের পায়েই ভবিষ্যৎ দেখছে ডাচরা। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। তবে গত ম্যাচে নেদারল্যান্ডস যেভাবে খেলেছে তাতে এবারের আসরেও অন্যতম ফেভারিট তারা। যুক্তরাষ্ট্রকে হারানোর পথে প্রথম গোলটি করেন মেম্পিস ডিপাই। তবে গোলটির কারিগর ছিলেন ডামফ্রিস। এরপরের গোলটিতেও অবদান রাখেন তিনি। দুই গোলে অবদান রাখার পর অবশেষে দলের হয়ে তৃতীয় গোলটি আসে তার পা থেকে। তাতে ভর করেই ৩-১ গোলের জয় নিয়ে শেষ আটে চলে যায় নেদারল্যান্ডস। ইন্টার মিলানে খেলা এই রাইট উইংব্যাকই শেষমেশ জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ৯০ মিনিট অক্লান্তভাবে ওঠেন-নামেন, গোল করেন-করান। যার সুবাদেই গতকালকের ম্যাচে জিতেছেন সেরার পুরস্কার। আর্জেন্টিনার ম্যাচেও তার পায়ের জাদুর অপেক্ষায় ডাচ সমর্থকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়