রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

ডেঙ্গুতে ২২ দিনে ৯৯ জনের মৃত্যু : রোগী নামল ৫শর নিচে

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলতি মাসের ২২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ। এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ৫শর নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৭৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৩ জনের।
আগের দিন মঙ্গলবার ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৫১৫ জন, মৃত্যু হয় ৩ জনের। সোমবার রোগী ছিল ৬০৬ জন আর ৪ জনের মৃত্যু হয়। রবিবার রোগী ছিল ৬৪৬ জন, মৃত্যু হয় ৪ জনের। ডেঙ্গুতে এ বছর সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয় গত ৩ নভেম্বর। আর হাসপাতালে ভর্তি হওয়া দৈনিক সর্বোচ্চ রোগী ছিল ২ নভেম্বর। এদিন ১ হাজার ৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ৪৭৭ জন রোগীর মধ্যে ২৬২ জন ঢাকার এবং ২১৫ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮২ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১ হাজার ১৭৫ জন এবং ঢাকার বাইরে ৯০৭ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়