অমিত শাহের আশ্বাস : রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত

আগের সংবাদ

বিশ্বকাপের বাঁশি বাজল কাতারে

পরের সংবাদ

নবান্ন উৎসব : কাহালুতে মাছের মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : নবান্ন উৎসব উপলক্ষে কাহালু বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে বসেছে মাছের মেলা। কাহালু বাজারে ব্যবসায়ীরা বিভিন্ন জাতের বড় বড় মাছ নিয়ে আসেন। মাছ কিনতে মেলাতে আসেন শৌখিন ক্রেতারা। দাম একটু বেশি হলেও তারা তাদের পছন্দের মাছটি হাতছাড়া করতে নারাজ। মধ্যরাত থেকে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মেলায় সবচেয়ে বড় মাছ কাতলা, সেটির ওজন ছিল ১৮ কেজি, বিক্রি হয়েছে ২১ হাজার টাকায়। এছাড়া বড় ব্রিগেড ৬শ টাকা কেজি, সিলভার ৭শ, রুই সাড়ে ৭শ, থেকে ৮শ টাকা, গ্রাসকার্প ৫শ, কার্ফু সাড়ে ৩শ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। এছাড়া মাঝারি ও ছোট আকারের মাছগুলোর দাম মোটামুটি ক্রেতাদের নাগালেই ছিল। মাছ কিনতে আসা পৌরসভার পালপাড়ার শ্রী নবরঞ্জনের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতি বছর নবান্নে আমি বড় মাছ কিনি। বড় মাছ দেখে ও খেয়ে পরিবার ও আত্মীয় স্বজন খুব খুশি হন। শুধু মাছ রান্নায় শেষ নয়, নবান্ন রীতি অনুযায়ী প্রতিটি বাড়িতে রান্না হয় নতুন চালের ক্ষীর, পিঠা-পুলি, পায়েস, ফিরনিসহ মজার মজার ব্যাঞ্জন। মেয়ে-জামাইসহ নতুন পুরাতন আত্মীয় স্বজন আসেন বাড়িতে। নবান্ন উৎসবে মাছের মেলার পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে আসা নতুন সবজি আলু ৩শ টাকা কেজি, মিষ্টি আলু ৩শ টাকা। মহিষের মাংস ৭শ থেকে সাড়ে ৭শ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৬শ থেকে ৬শ ২০ টাকা কেজি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়