জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

হাবিপ্রবি : অফিস সহায়কের হামলায় আহত ৫ শিক্ষক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. দেলোয়ার হোসেন, দিনাজপুর থেকে : বিক্ষুব্ধ এক অফিস সহায়কের (পিওন) হামলায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত পিওন তাজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মামুনুর রশিদ মামুন বাদী হয়ে তাইজুল ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। ইতোমধ্যে তাইজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মারধরের ঘটনায় আহত শিক্ষকরা হলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রোকনুজ্জামান (৩৫), সহযোগী অধ্যাপক বেলাল হোসেন (৩৫), প্রভাষক হারুন অর রশিদ (৩০), নির্মল চন্দ্র রায় (৩০) এবং সদ্য নিয়োগ পেয়ে বুধবার যোগদান করতে আসা প্রভাষক মাহাবুব হোসেন (৩০)। আহত সব শিক্ষক দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান রনি বলেন, বুধবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের কথা ছিল। এই শিক্ষা সফরে ছাত্রছাত্রীদের সঙ্গে দুজন শিক্ষকও যাওয়ার কথা ছিল। তাই সকাল ৯টার সময় সব ছাত্রছাত্রী এবং শিক্ষকরা উপস্থিত হলেও অফিস পিওন তাজুল ইসলাম বিলম্ব করায় তাকে মোবাইল করে দ্রুত অফিসে আসার জন্য নির্দেশ দেয়া হয়। এ সময় তাজুল ইসলাম মোবাইলে খারাপ আচরণ করে লাইন কেটে দেয়। এর কিছুক্ষণ পর অফিসে আসলে মোবাইল কেটে দেয়ার কারণ জানতে চাইলে সে উত্তেজিত হয়ে পানি খাওয়ার গøাস ভেঙে এক শিক্ষকের মাথায় আঘাত করে। হট্টগোল শুনে এগিয়ে আসা অন্যান্য শিক্ষকদের ওপর হামলা চালায়।
হাবিপ্রবি রেজিস্ট্রার ড. সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত পিওনকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য প্রফেসার ড. কামাল উদ্দীন সরকারকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তাইজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে এলোমেলো তথ্য দেয় সে। তাকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়