বামপন্থি ছাত্রসংগঠন : প্রতিবেদন পেছাল পুলিশের ওপর হামলা মামলার

আগের সংবাদ

শিক্ষকদের উন্নয়নের কথা শোনাবেন শিক্ষামন্ত্রী

পরের সংবাদ

প্রোটিয়াবধে সিডনিতে টাইগাররা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এ জয়ের পর ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। হোবার্টে জয়ের সুখস্মৃতি নিয়ে গতকাল সিডনিতে পৌঁছেছে সাকিব বাহিনী। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। তবে শঙ্কার বিষয় হলো এই ম্যাচটিতে রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সাত ম্যাচে মাঠে নেমেছে দুদল। সাত ম্যাচের সাতটিতেই জিতেছে প্রোটিয়ারা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ওপেনাররা ভালো শুরু এনে দিলেও পরবর্তী ব্যাটসম্যানরা সে ধারা অব্যহত রাখতে পারেননি। অবশ্য মিডল অর্ডারে আফিফ হোসেন করেন ৩৮ রান। শেষদিকে মোসাদ্দেকের ২০ রানে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১৪৪ রান। চ্যালেঞ্জিং স্কোর করার পর টাইগার বোলাররা দেখিয়েছেন নিজেদের ঝলক। তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা নিজেদের সহায়ক উইকেট পেয়ে হয়ে উঠেছিলেন হিংস্র। যে কারণে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন।
এদিকে টি-টোয়েন্টিতে থিতু হয়েও বারবার আউট হওয়ার ধারা থেকে এখনো বের হতে পারেননি বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। ২২ গজে তার পারফরম্যান্স এখনো প্রশ্নবিদ্ধ। সামর্থ্য নিয়ে আছে সংশয় অনেক। তবে পরের ম্যাচগুলোতে ভালো করার প্রত্যয় তার, ‘আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ আমরা জিতেছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো একটি শুরু হয়েছে। আশা করব, সামনের ম্যাচগুলোও আমরা এভাবে চেষ্টা করব ভালো খেলার।’
সমালোচনার বিরুদ্ধ স্রোতেও তার জন্য আস্থার বাঁধ হয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। এ কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি, ‘প্রথম থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক অনেক সাপোর্ট করছে। সবাই একসঙ্গে আছে, একজন আরেকজনকে সহায়তা করছে, আরেকজনের সাফল্য উদযাপন করছে, খারাপ করলে পাশেও আছে। সব মিলিয়ে দলীয় আবহ খুবই ভালো। আমরা এই পুরো সফরে নেতিবাচক কিছু চিন্তাই করছি না। ভালো শুরু পেয়েছি টপ অর্ডারে, আশা করব সামনের ম্যাচেও এটা ধরে রাখতে। যার যার যে স্কিল আছে, এটাই দেখানোর চেষ্টা করছে। শতভাগ দেয়ার চেষ্টা করছে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের দুই নায়কই পেসার। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তাসকিন আহমেদ। তরুণ হাসান মাহমুদ ২ উইকেট নেন ১৫ রানে। ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ বরাবরই পেস বোলিং নিয়ে কথা বলেত উৎসাহী। তাসকিনকে নিয়ে তার ভালোলাগাও অনেকদিনের। পুরনো সেই উচ্ছ¡াস আবার ফুটে উঠল তার কণ্ঠে, ‘তাসকিনের পরিবর্তনটা দারুণ।
আগের চেয়ে অনেক বেশি ফিট সে, সেটির প্রতিফলন পড়ছে বোলিংয়ে। আমি শুনেছি, সে অনেক পরিশ্রম করেছে। একটা সময় ওর বোলিং একটু হতাশাজনক ছিল। খুব ভালো ব্যাপার যে নিজের সম্ভাবনা সে বুঝতে পেরেছে। এখন ওকে বেশ দায়িত্বশীল ও পরিণত মনে হয়। বোলিং আক্রমণের নেতাও সে এখন, সেটাও মনে হয় উপভোগ করছে। পেসার হাসানকেও প্রশংসায় ভাসালেন বিশপ, ‘হাসান দারুণ সম্ভাবনাময়। অ্যাকশন খুব মসৃণ। গতি আছে। বয়স ও অভিজ্ঞতার তুলনায় পরিণত বলে মনে হয়। হি ইজ বিকামিং আ লিটল স্টার।’
এদিকে টাইগার বোলারদের প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচারও। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আপনি যে কয়টি ম্যাচ খেলবেন, জয়ের চেষ্টাই করবেন। বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে (ব্যাটিংয়ে) কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।’
মূলপর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। আর ম্যাচের আগে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে বাউচার জানালেন, তাদের মানসম্পন্ন ব্যাটার-বোলার আছে। নিজেদের দিনে এক-দুইজন খেলোয়াড়ই তাদের জেতাতে পারবে বলে মনে করেন সাবেক আফ্রিকান অধিনায়ক। বাউচার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান ও বোলার আছে। এরাই আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’
আজ পুরো দমে অনুশীলন শুরু করবে টাইগার বাহিনী। কারণ আগামীকাল দক্ষিণ আফ্রিকা পরীক্ষা টাইগারদের। যে পরীক্ষায় পাশ করে গেলে সেমিফাইনালে খেলার স্বপ্নটা উজ্জ্বল হয়ে উঠবে। অঘটন ঘটানোর আগে আত্মবিশ্বাসের পারদটা এখন বেশ উপরেই আছে সাকিবদের। খোদ ক্যাপ্টেন মেতেছেন বোলার আর ফিল্ডারদের প্রশংসায়। যাদের হাত ধরে হোবার্টে এসেছে ডাচদের বিপক্ষে ৯ রানের জয়। ম্যাচ শেষে সাকিব আলাদা করে ৪ উইকেট শিকারি তাসকিনের প্রশংসা করেছেন বেশ, ‘পেস বোলারদের কৃতিত্ব বুঝি। ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে। আমরা ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি, আমরা খুব ভালো কিছু বোলার পেয়েছি। তাসকিন আমাদের জন্য ভালো বোলার, তার অভিজ্ঞতা ও পেস আছে। দলের বেশির ভাগ ফিল্ডারই চটপটে এবং দ্রুতগতির, মাঠে আমরা ৫-১০ রান বাঁচাতে পারি, আর সেটাই বড় পার্থক্য হতে পারে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়