শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নি¤œচাপ : মঙ্গলবার আঘাত হানতে পারে ‘সিত্রাং’

আগের সংবাদ

সিত্রাংয়ের ভয়াবহ ছোবল ১৩ জেলায় : ভোলা ও নড়াইলে ৩ জনের মৃত্যু > তিন বিমানবন্দরে কার্যক্রম বন্ধ > ২৫ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে > তদারকি করছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

মেলান্দহে ব্রিজ আছে সড়ক নেই : ক্ষুব্ধ এলাকাবাসী

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা সদরের সঙ্গে মাহমুদপুর ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগ সহজতর করতে বন্ধরৌহা গ্রামের কাটাখালী নদীর উপর ৯০ মিটার একটি ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে ব্রিজের দুই পাশে কোনো সড়ক নেই। তাই প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি স্থানীয়দের কোনো কাজে আসছে না। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, এক বছর নির্মাণ কাজ চলে। এরপর চলতি বছরের শুরুর দিকে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। তবে দীর্ঘ ৯ মাসেও দুই পাশে কোনো সড়ক নির্মাণ না করায় ব্রিজটি কাজে আসছে না। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তবে দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক নির্মাণ করা হবে বলে স্বপ্ন দেখছে স্থানীয়রা। মাহমুদপুর ইউনিয়নের পুঠিয়ারা গ্রামের বাসিন্দা খোকন বলেন, ‘বন্দের ফসল নিয়ে আসা আঙ্গর জন্য খুব কষ্ট হয়। তিন চার কিলোমিটার ঘুইরে আওন লাগে। আঙ্গরে মেলা কষ্ট। এই কষ্টে আর কতদিন থাকমু।’ একই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘আঙ্গর বন্দের ফসল নিয়ে আইতে হইলে পাঁচ কিলোমিটার ঘুইরে ফসল আনা লাগে। আমাদের গ্রামে পাঁচ হাজার লোকের সমাবেশ। আমরা ব্রিজ পাইছি, তবে রাস্তা পাইনেই। আঙ্গর মাটির দরকার, রাস্তার দরকার।’ বন্ধরৌহা গ্রামের ওমর ফারুক বলেন, ‘ব্রিজ হয়ছে। এহন রাস্তা দরকার। আঙ্গরে চলাফেরা করা দরকার। এলাকার উন্নয়ন হব। রাস্তা হইলে আবাদ মৌসুম, ঘোরাফেরা সব দিক দিয়েই সুবিধা হব।’
একই গ্রামের ষাটোর্ধ্ব জহুরুল ইসলাম বলেন, ‘আমরা জানি যে আগে রাস্তা হয়, তারপরে ব্রিজ হয়। এহানে আগে ব্রিজ হইছে, রাস্তা নাই। মানুষের চলাফেরার খুব অসুবিধা। রাস্তা যদি না হয়, তাইলে কোটি টাকার জিনিস নষ্ট হয়ে যাব।’ জামালপুর স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক বলেন, ‘বন্ধরৌহা নামক স্থানে ৯০ মিটার ব্রিজের মূল স্ট্রাকচারের কাজটি কমপ্লিট করেছি। এপ্রোচ রোডের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা থাকায় কিছুটা সময় ব্যয় হয়েছে। আমরা খুব দ্রুত গতিতে এপ্রোচের কাজটি কমপ্লিট করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়