পল্টনে তৃতীয় লিঙ্গের সদস্য-হকার সংঘর্ষে আহত ৬

আগের সংবাদ

জোয়ারের পানিতে বড় বড় গর্তের সৃষ্টি : কলাপাড়ার ৬০ কিলোমিটার সড়কের অধিকাংশই কাঁচা

পরের সংবাদ

বারুণী শরৎ মেলা : অনেকের গল্প ছড়িয়ে আছে যেখানে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শরীফা বুলবুল : সুস্মিতা বসাক আর সঞ্জীব ঘোষ, দুই নৃত্য শিল্পী। সুস্মিতা ভরত নাট্যম আর সঞ্জীব কত্থক নৃত্যশিল্পী। বারুণী তাদেরই অনলাইনভিত্তিক সংগঠন। যে সংগঠনের উদ্যোগেই শারদীয় দুর্র্গোৎসবকে সামনে রেখে ৪১ নারী উদ্যোক্তা নিয়ে বারুণী শরৎ মেলার আয়োজন। যেখানে ছড়িয়ে আছে একেক নারীর দুঃখ বেদনার গল্পও। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি সাতাশ নম্বরে মাইডাস সেন্টারের ১২ তলায় শুরু হয়েছে এ উদ্যোক্তা মেলা।
কথা হলো মেলায় অংশ নেয়া মনিপুরী নিয়ে কাজ করা উদ্যোক্তা ‘হংস মিথুন’ এর স্বত্বাধিকারী শান্তা ভৌমিকের সঙ্গে। ভোরের কাগজকে তিনি বলেন, মনিপুরী আমাদের দেশীয় পোশাক, যা মনিপুরীদের অনেক শ্রম ঘামে তৈরি। অথচ অনেকটাই বিলুপ্তপ্রায়। এই পোশাকের প্রতিনিধিত্ব করতেই আমি এ পেশায় এসেছি। বেশ সাড়াও পেয়েছি। মানুষের অনুপ্রেরণায়ই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
একটু ভিন্নধর্মী কাজ নিয়ে নিজেই বিক্রেতার ভূমিকায় দাঁড়িয়েছেন খুলনা থেকে আসা ‘অন্দর’ এর স্বত্বাধিকারী স্থপতি ফৌজিয়া ডেইজি। তিনি শাড়ির মধ্যে তুলে ধরেছেন ‘রূপলাল হাউজ’, ‘সমরেশ মজুমদারের অর্জুন সমগ্র-১’, ‘পানাম নগর’।
ফৌজিয়া ডেইজি বলেন, ৩০ নারী কর্মী নিয়ে ২০১৬ সালে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করি। শুরু থেকেই ভিন্নধর্মী কাজের প্রতিই ঝোঁক। যে কারণে শাড়ির মধ্যে ঐতিহাসিক স্থাপনাকে উপস্থাপনের মধ্য দিয়ে বাংলার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি যশোরের হস্তশিল্প এবং খুলনার হ্যান্ড পেইন্ট নিয়েও কাজ করছি। তিনি জানান, স্থাপত্যের নকশা করতে গিয়ে এ কাজের প্রতি আগ্রহ জন্মে। পেশায় স্থপতি হলেও এখন তার নেশা হয়ে উঠেছে শাড়ির ডিজাইন করা। সাড়াও পাচ্ছেন বেশ।
ফৌজিয়া ডেইজির মতো ‘মিথ আর্টস এন্ড ক্র্যাফটস’ এর স্বত্বাধিকারী প্রীতিলা শাহনেয়াজও প্রথা ভাঙা এক নারী। যিনি ছিলেন পেশায় প্রতœতত্ত্ববিদ। করপোরেট সেক্টরে ৫ বছরের কর্মজীবনকে বিদায় জানিয়ে তিনি এখন স্বপ্ন দেখছেন সফল উদ্যোক্তা হওয়ার। যার কাজগুলো ব্যতিক্রম। যার কাজের অংশ আদিবাসী ফোক মোটিফ, নকশী কাথার বুনন, গামছা।
প্রীতিলা শাহনেয়াজ বলেন, সন্তান জন্মের সময় চাকরি ছেড়ে দিয়ে ঘটনাচক্রে উদ্যোক্তা হয়ে গেছি। তবে এখন এটা নিয়ে ব্রান্ড ভ্যালু তৈরির মধ্য দিয়ে অনেক দূর যেতে চাই। অনলাইনে বন্ধু-স্বজন এবং নানা মানুষের অনুপ্রেরণায় উৎসাহ আরো দ্বিগুণ হলো। সঙ্গে ব্যাংকার স্বামী শাহনেওয়াজের সমর্থন মানসিক শক্তিকে আরো বাড়িয়ে দিয়েছে।
তবে প্রেরণাহীনতাকেই প্রেরণা হিসেবে নিয়েছে মেলায় ১৭ পদের রান্না নিয়ে আসা ‘শায়ানের পাকশালা’র উদ্যোক্তা মাহবুবা আক্তার সুবর্না। যিনি এর পাশাপাশি মানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি করছেন। ২০১৬ সালে প্রথমে শখের বশেই এক অফিসে ৮ জনের জন্য খাবার সাপ্লাই দিতে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ারে মাস্টার্স সুবর্না হয়ে উঠলেন রীতিমতো দক্ষ একজন উদ্যোক্তা। ২০১৭ সালে কাঁধ থেকে স্বামী নামক নির্ভরতার হাতটি সরে যাওয়ার পর সন্তানের দায়িত্ব নিয়ে চিন্তিত এই নারী একাকীই এগিয়ে যাচ্ছেন। তবে মায়ের সহযোগিতার হাতটি মাথার ওপর থাকায় বাধা বিপত্তি অতিক্রম করেই এগিয়ে যাচ্ছেন।
সুবর্না বলেন, পাশের মানুষটির ছোট ছোট আঘাতগুলো আমাকে এতো ভেঙে দিয়েছিল যে, আমি একাই দ্বিগুণ হয়ে উঠেছি। উঠব আরো। কারো শূন্যতায় আমার সন্তানের জীবন যেন থেমে না যায়। আমার লক্ষ্য আগামীতে ব্যবসাকে অনলাইনে সীমাবদ্ধ না রেখে আউটলেট খুলে বড় কিছু উপহার দেব।
‘বেনেবৌ’ এর স্বত্বাধিকারী ফারহানা মুনমুনের স্বপ্ন অন্যরকম। পেশায় স্কলাসটিকার শিক্ষক এ উদ্যোক্তা বললেন, আমাদের জামদানি শিল্পকে মানুষের কাছে পৌঁছে দিতেই আমার এ উদ্যোগ। শুধু জামদানি শাড়ি নয়, জামদানি কোটি থেকে শুরু করে জামদানি নকশায় ওয়াল ফ্রেম, জুতোর কালেকশানও রয়েছে।
মেলার দুই আয়োজক সুস্মিতা ও সঞ্জীব জানান, বারুণীর পথচলা শুরু হয় ২০১৯ সালে। বারুণী একটি দেশীও পণ্যের মেলা। বারুণী শব্দের অর্থ হিমালয়ের কন্যা। আমাদের মেলায় অংশগ্রহণকারী বেশির ভাগ উদ্যোক্তাই নারী। তাদের সৃজনশীল কাজের সফলতা যেন পর্বতের চূড়ায় পৌঁছাতে পারে, তার জন্যই আমাদের এই মেলার আয়োজন। তবে কিছু পুরুষ উদ্যোক্তাও অংশ নেন।
তারা আরো জানান, বারুণীতে অনলাইনভিত্তিক দেশীয় পণ্যের পেজগুলোই বেশির ভাগ অংশ নিয়ে থাকে। বারুণী দেশীয় পণ্যের উদ্যোক্তাদের সৃষ্টি প্রদর্শন ও দেশীয় পণ্য কেনার জন্য বিভিন্ন উৎসবকে ঘিরে মেলার আসর বসায়। বারুণী কেবল দুর্গাপূজায় নয়, ঈদ, বৈশাখ এবং শীতকে ঘিরে হিম মেলারও আয়োজন করবে এবং বারুণীকে নিয়ে বিভিন্ন জেলায় আরো বেশি দেশীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টির প্রচেষ্টায় আছি আমরা। নবীন প্রবীণের অংশগ্রহণে দেশীয় উদ্যোগের এই মিলন মেলায় সবাইকে আমন্ত্রণ।
জানা গেছে, মেলায় থাকছে ২৮টি দেশীয় পণ্যের স্টল এবং চারটি খাবার স্টল। সেখানে টিপের স্টল, জামদানি শাড়ির স্টল, জামদানির কাজ করা জুতার স্টল, মাটির এবং কাঠের গয়নার স্টল, মনিপুরী শাড়িসহ বিভিন্ন দেশীয় শাড়ির স্টল থাকছে। আজ শেষ হচ্ছে দুইদিনের এ মেলা। তবে অনলাইনে চলবে বিক্রি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়