গাজীপুরের পানি বিষাক্ত : শিল্পায়নের মূল্য দিচ্ছে স্থানীয়রা

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী : যথাসময়ে নির্বাচন হবে

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জরিমানা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ার উছলাপাড়ায় ইউনি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ জরিমানা করেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশ সহযোগিতা করে। অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারে রাখা ফ্রিজের মধ্যে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং ওষুধ পাওয়া যাওয়া। তাছাড়া সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মতবিনিময়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাকেরগঞ্জ থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে বাকেরগঞ্জ থানার হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম উপজেলার আইনশৃঙ্খলা ও মাদক রোধে সবার সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান হোসেন (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত কুমার সরকার (বাকেরগঞ্জ সার্কেল), বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়