শিনজো আবের প্রতি বিএনপির শ্রদ্ধা

আগের সংবাদ

ভোট ঘিরে তৎপর কূটনীতিকরা

পরের সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ১৯ টাকা

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিমানের জ¦ালানি জেট ফুয়েলের দাম লিটারে বেড়েছে ১৯ টাকা। ফলে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ১৩০ টাকা। গত ৯ জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই বছরে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এতে এয়ারলাইন্সের খরচ, টিকেট ভাড়া ও যাতায়াত ব্যয় বেড়ে গেছে।
বিপিসির ওয়েবসাইটে বলা হয়েছে, চলতি মাসের ৯ জুলাই থেকে প্রতি লিটার জেট ফুয়েল ১৩০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। এবার প্রতি লিটারে ১৯ টাকা বাড়ানো হয়েছে। এর আগে গত ১০ জুন জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা বেড়ে হয় ১১১ টাকা। তার আগে ১৭ মে জেট ফুয়েলের দাম এক দফা বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে এই জ্বালানির দাম হয়েছিল প্রতি লিটার ১০৬ টাকা।
পরিসংখ্যানে দেখা যায়, গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা হয়। এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়