বিশেষ অধিকার ক্ষুণ্ন : এমপি হারুনের নোটিস নাকচ করলেন স্পিকার

আগের সংবাদ

ঢাকার তৃণমূলে আ.লীগের পদ পেলেন ৫৪ হাজার কর্মী : থানা-ওয়ার্ডে পদ পাচ্ছেন আরো সাড়ে ১২ হাজার > সংগঠন গোছাতে মাঠ চষে বেড়াচ্ছেন নগর নেতারা

পরের সংবাদ

এবার ভারতকে চোখ রাঙাচ্ছে ইংল্যান্ড

প্রকাশিত: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতের ক্রিকেটাররা সাদা পোশাকে নিজেদের দাপট দেখাতে পারছে না ইংল্যান্ডের বিপক্ষে। ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট স্থগিত হওয়ার আগে ইংল্যান্ড ২-১ এ পিছিয়ে ছিল। ওই সিরিজে নেতৃত্বে ছিলেন জো রুট। দুর্দশার সময় কাটিয়ে ইংল্যান্ড এখন প্রাণবন্ত। বেন স্টোকসের নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা আত্মবিশ্বাসে ভরপুর। একই মানসিকতা নিয়ে ভারতকে হারাতে চায় ইংল্যান্ড। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নকে হোয়াইটওয়াশ করার পর এখন ইংল্যান্ডের চোখ ভারতের বিপক্ষে সিরিজ ভাগাভাগি করার দিকে। তিন ম্যাচেই ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে জিতেছে স্বাগতিকরা। একই আগ্রাসী ভূমিকায় তাদের দেখা যাবে গত চ্যাম্পিয়নশিপের রানার্সআপের বিপক্ষেও। এজবাস্টনে শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে স্টোকস বললেন, প্রতিপক্ষ কে সেটা ভাবছি না। আমরা একই মানসিকতা নিয়ে মাঠে নামতে যাচ্ছি। ভারত আর নিউজিল্যান্ড এক নয়, তবুও আত্মবিশ্বাসী অধিনায়ক, ‘অবশ্যই, এটা হতে যাচ্ছে একেবারে আলাদা প্রতিপক্ষ, তাদের আক্রমণ ও খেলোয়াড়ও। শেষ তিন ম্যাচে আমরা যেখানে ভালো করেছি সেদিকে মনোনিবেশ করছি এবং ভারতের বিপক্ষে সেটা চালিয়ে যেতে চায়।
প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও কয়েক ধাপ উঠে এলো ইংল্যান্ড। গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তাদের বিপক্ষেই জিতে পয়েন্ট তালিকায় উন্নতি ইংলিশদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৫ শতাংশ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ পয়েন্ট)। সবার নিচে থাকা ইংল্যান্ড (২৮.৮৯ শতাংশ পয়েন্ট) উঠে এসেছে সাত নম্বরে। অষ্টম স্থানে নেমে গিয়েছে নিউজিল্যান্ড (২৫.৯৩ শতাংশ পয়েন্ট)।
গতবারের চ্যাম্পিয়নদের পক্ষে এ বার ফাইনাল খেলা বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে। শেষে চলে গিয়েছে বাংলাদেশ (১৩.৩৩ শতাংশ পয়েন্ট)। ওয়েস্ট ইন্ডিজের (৫০ শতাংশ পয়েন্ট) বিরুদ্ধে দুটি টেস্টেই হেরেছে তারা। ক্যারিবিয়ান শিবির রয়েছে ষষ্ঠ স্থানে। ভারত (৫৮.৩৩ শতাংশ পয়েন্ট)। লর্ডসে সেই ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে হেরে যান বিরাট কোলিরা। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে তৃতীয় স্থানে রয়েছে ভারত। শ্রীলঙ্কা (৫৫.৫৬ শতাংশ পয়েন্ট) রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে পাকিস্তান (৫২.৩৮ শতাংশ পয়েন্ট)। তবে পারফরম্যান্সের বিচারে সবাই ভালো খেলেছেন। এখন সময় বলে দেবে কে শিরোপা ঘরে তুলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়