উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

ভারতীয় হাইকমিশন : চট্টগ্রামে আন্তর্জাতিক যোগ দিবস পালিত

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : ‘সম্প্রীতি ও শান্তির জন্য যোগব্যায়াম’- এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে পালিত হলো ৮ম আন্তর্জাতিক যোগ দিবস। গতকাল শনিবার নগরীর টাইগারপাস নেভি কনভেনশন সেন্টারে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এই যোগব্যায়াম দিবস পালিত হয়।
সকালে ও বিকালে দুটি পর্বে এই যোগব্যায়াম অনুশীলন করা হয়। সকালে এই অনুষ্ঠানের উদ্বোধনকালে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, যোগব্যায়াম খুবই সূ² এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া। যা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের মিলন ঘটায়। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় এর গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশ দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করার পক্ষে সমর্থন দেয়। ফলে সে বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। তিনি বলেন, যোগব্যায়াম হলো একমাত্র ব্যবস্থা- যা কোনো প্রকার রাষ্ট্রীয় প্রয়োগ বা পৃষ্ঠপোষকতা ছাড়াই ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। সারা বিশ্বেই এটি জনপ্রিয়তা পেয়েছে। যোগব্যায়ামের ফলে মানুষের বুদ্ধিবৃত্তি জোরালো হয় এবং মানুষ যৌক্তিক সমাধান খোঁজে। মানুষ যত বেশি যুক্তিযুক্ত হবে, ততই বিজ্ঞানের ওপর নির্ভরশীল হবে। তিনি বলেন, মানসিক এবং শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে ইয়োগা বা যোগব্যায়ামের বিকল্প নেই। এমনকি করোনাকালে এই যোগব্যায়াম রোগমুক্তি থেকে মুক্তি পেতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে।
দুই পর্বের এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, চাকরিজীবী, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় ১২০০ নাগরিক যোগ অনুশীলনে অংশ নেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ফোর এইচ গ্রুপ, ওয়েল স্টুডিও, ইন্ডিয়ান ওয়েল করপোরেশন, বোনান্জা এন্ড ইম্পেটাস ইভেন্ট ম্যানেজমেন্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়