আবহাওয়ার পূর্বাভাস : অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগের সংবাদ

কুমিল্লায় ভালো ভোটের পর ফলাফল নিয়ে উত্তেজনা : রিফাতকে জয়ী ঘোষণা > অজ্ঞাত ফোনের পর হামলা > মনগড়া ফল : অভিযোগ সাক্কুর

পরের সংবাদ

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ নিশ্চিতের রাতে ফ্রান্সের হার

প্রকাশিত: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের আন্তঃমহাদেশীয় প্লে-অফে পেরুকে হারিয়ে কাতারের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। কাতারের আল রায়ানে আহমদ বিন আলী স্টেডিয়ামে গতকাল রাতে টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ক্যাঙ্গারুরা। আসন্ন কাতার বিশ্বকাপে ৩১তম দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে অজিরা। কাতার বিশ্বকাপের ড্র অনুসারে ‘ডি’ গ্রুপে খেলবে তারা। যেখানে গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ হলো ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া। অন্যদিকে উয়েফা নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে ক্রোয়েশিয়া। ফ্রান্স ঘরের মাঠে গতকাল ১-০ গোলে হেরেছে। এর মধ্য দিয়ে ফরাসিদের বিপক্ষে প্রথম জয় তুলে নিল ক্রোয়াটরা। গ্রুপ পর্বের প্রথম দেখায় ক্রোয়েশিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছিল এমবাপ্পেরা।
বিশ্বকাপ প্লে-অফে গতকাল পুরো ম্যাচে নিষ্প্রভ ছিল উভয় দল। গোলপোস্টে কোনো শট রাখতে পারেনি পেরু। অস্ট্রেলিয়া দশবারের চেষ্টায় মাত্র দুটি শট পোস্টে রাখতে পেরেছে। ৮০ মিনিটের মধ্যে কোনো দলই বলার মতো আক্রমণ করতে পারেনি। শেষ ১০ মিনিটে দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। অতিরিক্ত সময়ে পেরুর এডিসন ফ্লোরেসের নেয়া শটটাই ম্যাচে অস্ট্রেলিয়ার গোলপোস্টে তাদের একমাত্র আক্রমণ।
নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৭ মিনিটে পেরুকে গোলবঞ্চিত করে পোস্ট। বাঁ প্রান্ত থেকে বদলি নামা উইঙ্গার এডিসন ফ্লোরেসের ক্রসে হেড করেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভা। গোলপোস্টে বল লেগে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যায় অস্ট্রেলিয়া। এর আগে ১০১ মিনিটে ফ্লোরেসের শট রুখে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান। রিয়াল সোসিয়েদাদের এ গোলকিপারকে ১২০ মিনিটে তুলে নিয়ে চমকে দেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। টাইব্রেকার মাথায় রেখে তিনি বদলি নামান সিডনি এফসির গোলকিপার অ্যান্ড্রæ রেডমাইনকে। টাইব্রেকারে রেডমাইনের হাত থেকেই কাতারের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। টাইব্রেকারে প্রথম দুটি শট ঠেকাতে পারেননি। তৃতীয়টি পোস্টে লেগে লক্ষভ্রষ্ট হয়। এরপর আরো দুটি শট ঠেকাতে ব্যর্থ হন রেডমাইন। কিন্তু শেষ শটটি ডান দিকে ঝাঁপিয়ে রুখে পেরুর অ্যালেক্স ভ্যালেরাকে হতাশা উপহার দেন রেডমাইন। তাকে ঘিরে বিজয়ের উল্লাসে মেতেছে অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ার মার্টিন বয়েলের প্রথম শটটি রুখে দেন পেরুর গোলকিপার পেদ্রো গ্যালেসা। পরের পাঁচটি শটেই লক্ষ্যভেদ করেছে অস্ট্রেলিয়া। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আন্তঃমহাদেশীয় প্লে অফ পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া ও পেরু। সেবার আলাদা ম্যাচ খেললেও এবার মুখোমুখি হওয়ায় যে কোনো একটি দলের বিশ্বকাপে খেলার সুযোগ ছিল। অস্ট্রেলিয়া সে সুযোগ কাজে লাগিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পেল। কাতার বিশ্বকাপ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এশিয়ায় আয়োজিত আসর। এ কারণে আলোচনায় এশিয়ান দল।
এবার কাতার বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে ছয়টি দল অংশ নিচ্ছে। ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও জাপান এএফপি বিশ্বকাপ বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা পেয়েছে। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলবে কাতার।
অন্যদিকে উয়েফা নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ম্যাচে আক্রমণ কিংবা বল দখল সব দিক থেকেই এগিয়ে ছিল ফ্রান্স। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ার পর ঠিক গোছানো ফুটবল খেলতে পারেনি দিদিয়ের দেশমের দল। ম্যাচে মোট ১৭টি শট নেয় ফ্রান্স, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে নিজেদের বাঁচিয়ে খেলা ক্রোয়েশিয়া সুযোগ বুঝে আক্রমণ করেছে। ৪ শটের তিনটি ছিল তাদের লক্ষ্যে। পঞ্চম মিনিটে ডি-বক্সে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মদ্রিচের জোরালো স্পট কিকে গোলরক্ষক মাইক মিয়াঁ বলে হাত লাগালেও রুখতে পারেননি। গোল শোধে মরিয়া ফ্রান্স এরপর একের পর এক আক্রমণ করেছে। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে জাল কাঁপাতে পারেননি বেনজেমা-এমবাপ্পেরা। একমাত্র গোল ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
ফ্রান্সকে এর আগে কখনই হারাতে পারেনি ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের বিশ্বকাপে ফরাসিদের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল ২-১ গোলের হার দিয়ে। এরপর আরো আটবারের চেষ্টায় ফ্রান্সের বিপক্ষে হতাশাই সঙ্গী হয়েছে তাদের। এর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল ২০১৮ বিশ্বকাপের ফাইনালে হার। এতে টানা চার ম্যাচ জয়বঞ্চিত থেকে নেশনস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়নদের। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে কাতার বিশ্বকাপে খেলবে ফ্রান্স। উয়েফা নেশন্স লিগেও খেলছে আগের সংস্করণের চ্যাম্পিয়ন দল হিসেবে। এই গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় ডেনমার্ক। ম্যাচের ২১ মিনিটে ডেনমার্কের হয়ে প্রথম গোলটি করেন জোনাস উইন্ড। ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস স্কোভ ওলসেন। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ডেনিশরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। তিনে থাকা অস্ট্রিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। বি লিগের গ্রুপ ২ এর ইসরায়েল আর আইসল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়